এক বন্ধুকে বাঁচাতে গিয়ে চার বন্ধুর মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের প্রয়োগরাজে পানিতে ডুবে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে আরও চার বন্ধুর। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। ৭ জন কিশোর একসাথে গোসল করতে নামলে মর্মান্তিক এ ঘটনা ঘটে। দুই কিশোরকে উদ্ধার করতে পেরেছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে— সাঁতার কাটতে গিয়ে একজন ডুবতে শুরু করলে অন্য চারজন আতঙ্কিত হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এনএফ