অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের চলমান তীব্র লড়াইকে ‘ইসরায়েলি সামরিক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। রোববার এক বিবৃতিতে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বানও জানিয়েছেন এই জোট।

সৌদি আরব-ভিত্তিক মুসলিম দেশগুলোর এই জোট বলছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিপজ্জনক ইসরায়েলি উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় ওআইসি গভীরভাবে উদ্বিগ্ন।

ইসরায়েলের সামরিক হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ওআইসি। একই সঙ্গে ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ৫৭ সদস্যের এই জোট।

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি।

এদিকে, ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে রকেট হামলা শুরু করে হামাস। এরপর হামাসের শত শত যোদ্ধা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

সূত্র: এপি।

এসএস