ভিখারির বেশে আইফোন কিনতে গেলেন ইউটিউবার
ময়লা-ছেঁড়া স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পড়ে ঢুকলেন দোকানে। দেখে মনে হতেই পারে তিনি হয়তো ভিক্ষা চাইতে দোকানে ঢুকেছেন। কিন্তু দোকানে ঢুকে তিনি যা করলেন তাতে চমকে উঠলেন দোকানের কর্মীরা।
জানালেন ভিক্ষা চাইতে নয়, তিনি এসেছেন আইফোন কিনতে। তবে বিস্মিত হওয়ার বাকি ছিল তখনও। একটি থলি থেকে ওই যুবক কয়েক লাখ টাকার কয়েন বের করেন। প্রায় এক থলি কয়েন নিয়ে গিয়েছিলেন ওই যুবক।
বিজ্ঞাপন
সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরে। ভিখারির বেশে যিনি আইফোন কিনতে গিয়েছিলেন, তিনি আসলে পেশায় এক জন ইউটিউবার। একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার। সেখানেই এই ধরনের পরীক্ষামূলক ঘটনা ঘটান। আইফোন ১৫ বাজারে আসার পর থেকে এরইমধ্যে অনেকেই তা কিনে ফেলেছেন। পেশায় ইউটিউবার ওই যুবক পরিকল্পনা করেছিলেন, এই ফোন নিয়েই একটি মজাদার ভিডিও বানাবেন।
খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে অবশ্য রাজি হননি বিক্রেতারা। কিন্তু অনেক অনুরোধের পর তারা রাজি হন। রাজি হওয়া মাত্রেই ওই ইউটিউবার নিজের আসল পরিচয় দেন।
বিজ্ঞাপন
এনএফ