‘বেলাশেষে’ নামের একটি বাংলা সিনেমা দারুণ বাণিজ্যসফল হয়েছিল। যার বিষয়বস্তু ছিল প্রবীণ বয়সে এসে স্ত্রীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এক স্বামী। বাস্তবেও দেখা মিলল তেমনই এক ঘটনার। ২৭ বছর আগে স্ত্রীর কাছ থেকে ‘পরিত্রাণ’ চেয়েছিলেন স্বামী। কিন্তু অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল— তিনি ডিভোর্স পাবেন না।

১৯৬৩ সালে বিয়ে হয়েছিল নির্মল সিং পানেসার ও পরমজিৎ কৌর পানেসারের। কিন্তু ১৯৮৪ সালে অর্থাৎ বিয়ের প্রায় দুই দশক পেরোনোর পর হঠাৎ তাদের সম্পর্কে দারুণ অবনতি হয়। আসলে সেই সময় নির্মলের বদলি হয়ে যায় চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজে)। কিন্তু পরমজিৎ স্বামীর সঙ্গে সেখানে যেতে রাজি হননি।

১৯৯৬ সালে নির্মল প্রথমবার ডিভোর্সের আবেদন করেন। ততদিনে তিনি ষাটোর্ধ্ব। ২০০০ সালে সেই আবেদন খারিজ হয়ে যায় জেলা আদালতে। কিন্তু তিনি উচ্চতর আদালতের দ্বারস্থ হন। দেখতে দেখতে দুই দশক পেরিয়ে এটি পৌঁছেছে শীর্ষ আদালতে। আর অবশেষে এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নির্মল ডিভোর্স পাবেন না।

শীর্ষ আদালত জানিয়েছে, এখন নির্মলের বয়স ৮৯। পরমজিৎ ৮২। এখন যদি ডিভোর্সের অনুমতি দেওয়া হয় তাহলে পরমজিতের সঙ্গে অন্যায় হবে।

এদিকে স্ত্রী পরমজিৎ জানিয়েছেন, তার কাছে তাদের সম্পর্ক আজও পবিত্র। এবং এই বয়সেও স্বামীর দেখভাল করতে তার কোনো সমস্যা নেই। দম্পতির তিনটি সন্তান রয়েছে।

এমএ