নিরাপত্তার চাদরে ‘পূজার’ কলকাতা, ১৪ হাজার পুলিশ মোতায়েন
উৎসবের মৌসুমে নিরাপত্তায় কোনো ফাঁক রাখছে না পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা শহর কার্যত মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। কোথাও যেন কোনো নিরাপত্তার গাফিলতি না দেখা যায়, সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে পুলিশ। পুরো শহরে মোতায়েন থাকবে কয়েক হাজার পুলিশকর্মী।
কলকাতার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নজরদারিতে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার মোট ১৮ জন পুলিশ কর্মকর্তা। থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ মর্যাদার ৮২ জন। এছাড়া ইনস্পেক্টর পদ মর্যাদার মোট ২৩০ জন।
বিজ্ঞাপন
আরো জানা গেছে, শহরজুড়ে থাকছে মোট ৫৮টি ওয়াচ টাওয়ার। যেকোনো আপৎকালীন পরিস্থিতির জন্য থাকছে ১৬টি কুইক রেসপন্স টিম, থাকছে ৩০টি অ্যাম্বুলেন্স। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল থাকছে ৩০টি।
এর বাইরে মোটরসাইকেল পেট্রোলিং, উইনার্স টিম, শক্তিবাহন, পিসিভিআর, এইচআরএফএস, বিশেষ এইচআরএফএস-সহ সব ধরনের নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে এবারের পূজায়।
বিজ্ঞাপন
সূত্র : নিউজ১৮
জেডএস