হামাসের হাতে জিম্মিদের অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক: ইসরায়েল
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে ২২০ জিম্মির অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। এই জিম্মিদের মধ্যে থাইল্যান্ডের ৫৪ নাগরিকসহ বিশ্বের ২৫টি দেশের পাসপোর্টধারী রয়েছেন। বুধবার ইসরায়েলের সরকারের এক বিবৃতিতে হামাসের হাতে জিম্মিদের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
জিম্মিদের হালনাগাদ তথ্য জানিয়ে ইসরায়েলের সরকার বলছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের আকস্মিক হামলার পর ৪০টি দেশের ৩২৮ নাগরিক নিহত অথবা নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আর হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
ইসরায়েল বলছে, জিম্মিদের মধ্যে ১৩৮ জনের কাছে বিদেশি পাসপোর্ট আছে। এর মধ্যে ১৫ আর্জেন্টাইন, ১২ জার্মান, ১২ আমেরিকান, ছয়জন ফরাসি এবং ছয়জন রুশ নাগরিক রয়েছেন।
হামাসের হাতে জিম্মিদের অনেকেরই দ্বৈত ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে ধারণা করা হচ্ছে। তবে থাইল্যান্ডের কয়েকজন এবং পাঁচজন নেপালি জিম্মির দ্বৈত নাগরিকত্ব রয়েছে কি না তা নিশ্চিত করা হয়নি। এছাড়া জিম্মিদের মধ্যে একজন চীনার, একজন শ্রীলঙ্কার, দুজন তানজানিয়ার এবং দুজন ফিলিপাইনের নাগরিক।
বিজ্ঞাপন
হামাস-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলে বিদেশি নাগরিকের প্রাণহানি ও নিখোঁজের শীর্ষে রয়েছে থাইল্যান্ড। দেশটির ২৪ জন নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। এছাড়া আরও ২১ থাই নাগরিক নিখোঁজ রয়েছেন।
ইসরায়েলে বিদেশি অভিবাসী শ্রমিকদের শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকরা। দেশটির প্রায় ৩০ হাজার নাগরিক ইসরায়েলের কৃষি খাতে কাজ করেন বলে থাইল্যান্ডের সরকারি এক পরিসংখ্যানে জানানো হয়েছে।
চলমান এই যুদ্ধে ইসরায়েলে অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ৩৪ নাগরিক নিহত ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ইউক্রেনের ২৫ নাগরিক নিহত ও দুজন নিখোঁজ, ফ্রান্সের ২৩ নাগরিক নিহত ও একজন নিখোঁজ ও রাশিয়ার ২৩ নাগরিক নিহত এবং চারজন নিখোঁজ আছেন। আর চীনের পাঁচ নাগরিক নিহত ও একজন নিখোঁজ, নেপালের পাঁচজন নাগরিক নিহত ও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
সূত্র: রয়টার্স।
এসএস