একসময় সেনা কর্মকর্তা ছিলেন যুক্তরাষ্ট্রের মেইনে হামলাকারী
হামলাকারী রবার্ট কার্ড
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে বন্দুক হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করা সেই ব্যক্তির নাম, পরিচয় ও আনুষাঙ্গিক অন্যান্য তথ্য প্রকাশ করেছে মেইন স্টেট পুলিশ। তাকে গ্রেপ্তার করতে ইতোমধ্যে রাজ্যজুড়ে ব্যাপক অভিযানও শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর মেইনের লিউস্টোন শহরের শেমেঙ্গিস নামের একটি রেস্তোরাঁয় বন্দুক হাতে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে এক ব্যক্তি। এতে নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) পোস্ট করা এক বার্তায় মেইন স্টেট পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল এবং তিনি মার্কিন সেনাবাহিনীর মেরিন বিভাগের একজন সেনা কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন।
মেইন স্টেট পুরিশ আরও জানিয়েছে, পারিবারিক নির্যাতনের অভিযোগে রবার্ট কার্ড এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি মানসিক ও শ্রবণ জনিত শারীরিক সমস্যায় ভুগছেন। মানসিক রোগের চিকিৎসার জন্য দু সপ্তাহ আগে হাসাপাতালে ভর্তিও হয়েছিলেন রবার্ট।
বিজ্ঞাপন
হামলার সময় যে বন্দুকটি ব্যবহার করেছেন রবার্ট, সেটি ছিল একটি সেমি অটোমেটিক রাইফেল।
রবার্টের সম্পর্কে সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবারের এক্সবার্তায় মেইন স্টেট পুলিশ বলেছে, ‘যেহেতু এই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ, তাই সে মোটেই নিরাপদ নয়। তাকে গ্রেপ্তার করতে ইতোমধ্যে আমরা লিউস্টোন ও তার আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছি। সাধারণ লোকজনের প্রতি আমাদের অনুরোধ— দয়া করে বাড়িতে অবস্থান করুন এবং বাড়ির দরজা বন্ধ রাখুন।’
‘আমরা লিউস্টোনের সব দোকানপাটও বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি— রবার্ট কার্ড সম্পর্কে কেউ যদি কোনো তথ্য জানেন বা পেয়ে থাকেন, অবশ্যই তা পুলিশকে জানাবেন।’
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ