প্রায় এক হাজার বিড়ালকে কাঠের বাক্সে ভরে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছে চীনের পুলিশ। ট্রাকটি আটকের পর পুলিশ জানতে পারে, এসব বিড়ালকে জবাই করার জন্য দক্ষিণাঞ্চলের ঝাংগিজাগাংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যেগুলো পরবর্তীতে শূকর বা ছাগলের মাংস হিসেবে বিক্রি করা হতো।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চীনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রাণীদের রক্ষায় কাজ করা একটি সংস্থার তথ্যের ভিত্তিতে মূলত এ বিড়ালগুলো উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।

সংস্থাটি জানিয়েছে, একটি সমাধিক্ষেত্রে কাঠের বাক্সের ভেতর অসংখ্য বিড়ালকে আটকে রাখার বিষয়টি তাদের নজদের আসে। এরপর তারা বিড়ালগুলোর উপর টানা ছয়দিন নজরদারি চালান। যখন বিড়ালগুলোকে ট্রাকে তোলা হয় তখন তারা ট্রাকটি আটকান এবং পুলিশকে খবর দেন। এরপর বের হয়ে আসে— এই বিড়ালগুলো সংগ্রহ এবং সেগুলো মাংস হিসেবে বিক্রির পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র।

বিড়ালগুলো গৃহপালিত নাকি রাস্তায় বসবাস করা ছিল সে বিষয়টি নিশ্চিত নয়।

গত শুক্রবার চীনের সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। খবরটি ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

উইবোতে একজন লিখেছেন, ‘এসব মানুষের যেন ভয়ঙ্কর মৃত্যু হয়।’ আরেকজন লিখেছেন, ‘প্রাণীদের রক্ষায় কখন আইন হবে? কুকুর ও বিড়ালের জীবনের কি কোনো মূল্য নেই।’

অপর একজন লিখেছেন, ‘আমি বাইরের বার্বিকিউ আর কখনো খাব না।’

সূত্র: বিবিসি

এমটিআই