মাছ ধরতে গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সাগরে গিয়েছিলেন দুই জেলে। ১৫ অক্টোবর আবার উপকূলে ফিরে আসার কথা থাকলেও; তারা আসেননি। প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকা ওই দুই জেলের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কানাডার একটি মাছ ধরার জাহাজ।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই জেলেকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়।

কানাডার মাছ ধরার জাহাজটি— উদ্ধারকৃত জেলেকে সাগরে একটি ছোট নৌকায় ভাসমান অবস্থায় পায়।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের মুখপাত্র স্টিভ স্ট্রোহমাইয়ার এটিকে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‘বিষয়টি হলো তিনি জীবনরক্ষাকারী ছোট নৌকায় কয়েকদিন ছিলেন। তবে তিনি উদ্ধার হওয়ার আশা ধরে রেখেছিলেন এবং অবশেষে একটি অপরিচিত মাছ ধরার নৌকার দ্বারা উদ্ধার হয়েছেন। এটি অলৌকিক ঘটনা।’

দুই সপ্তাহ আগে নিখোঁজ হওয়া এই দুই জেলে সম্পর্কে গত রোববার মার্কিন কোস্টগার্ডকে অবহিত করা হয়।

কোস্টগার্ডের মুখপাত্র আরও বলেছেন, ‘তারা গত ১২ অক্টোবর ওয়াশিংটনের ওয়েস্টপোর্ট থেকে সমুদ্রে যায়। তাদের ১৫ অক্টোবর ফিরে আসার কথা ছিল। ফিরে না আসায় এক সপ্তাহ পর তাদের ব্যাপারে কোস্টগার্ডকে অবহিত করা হয়।

জীবিত উদ্ধার হওয়া এই জেলে যুক্তরাষ্ট্র থেকে ভাসতে ভাসতে কানাডার জলসীমায় চলে যান। তাকে পাওয়ার পর মাছ ধরার নৌকাটি কানাডার কোস্টগার্ডকে এ ব্যাপারে অবহিত করে।

কানাডিয়ান কোস্টগার্ডের সদস্যরা এসে তাকে প্রথমে উপকূলে এরপর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল ছিল।

তবে তার সঙ্গে অপর যে জেলে সাগরে গিয়েছিলেন— তার খোঁজ এখনো মেলেনি।

সূত্র: সিএনএন

এমটিআই