ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি কনভেনশন সেন্টারে একাধিক বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছেন। রোববার খ্রিষ্টানদের প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

এনডিটিভি বলছে, কেরালার কোচি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের কালামাসেরির জেহোভা উইটনেস কনভেনশন সেন্টারে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। কনভেনশন সেন্টারটিতে খ্রিষ্টানদের প্রার্থনা শুরুর কয়েক মিনিটের মধ্যে কমপক্ষে তিনটি বিস্ফোরণ ঘটেছে। খ্রিষ্টানদের এই প্রার্থনা অনুষ্ঠানে প্রায় ২ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। 
 
প্রার্থনায় অংশ নেওয়া লোকজন স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, প্রার্থনার মাঝামাঝি সময়ের দিকে প্রথম বিস্ফোরণ ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, কনভেনশন সেন্টারে একটি টিফিন বক্সের ভেতরে বিস্ফোরক রাখা ছিল।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিস্ফোরণের এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করে বলেছেন, পরিস্থিতি গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে যাচ্ছেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বিস্ফোরণের পরপরই সব স্বাস্থ্যকর্মীকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন। এনডিটিভি বলছে, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এনআইএ) বিস্ফোরণের এই ঘটনায় তদন্ত করবে। এনআইএর ফরেনসিক দলের সদস্যরা ইতিমধ্যে বিস্ফোরণস্থলে পৌঁছে নমুুনা সংগ্রহ করছেন।

বিস্ফোরণস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও পুলিশ কর্মকর্তারা কনভেনশন সেন্টার থেকে অনেক মানুষকে সরিয়ে নিচ্ছেন। আইনশৃঙ্খলাবাহিনী বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছে।

কনভেনশন সেন্টারের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর সেন্টারের ভেতরের কয়েক জায়গায় আগুন ধরে গেছে। এ সময় শিশু ও লোকজনকে আতঙ্কে ছোটাছুটি ও চিৎকার করতে দেখা যায়। বিস্ফোরণের পর কনভেনশন সেন্টারের বাইরে শত শত মানুষকে দেখা গেছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স।

এসএস