গাড়ি চালানোর সময় চালকদের ঘুম পাওয়াটা অত্যন্ত বিপজ্জনক একটি ঘটনা। এটি বহু দুর্ঘটনার কারণ। মহাসড়কে ভোর রাতের দুর্ঘটনা কমাতে চালকদের সজাগ রাখতে অভিনব এক উদ্যোগের কথা উঠেছে পশ্চিমবঙ্গ পুলিশে। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, চালকদের সজাগ রাখতে তাদের দাড় করিয়ে চা-বিস্কুট খাওয়ানো হোক। এতে তাদের তন্দ্রাচ্ছন্ন ভাব যেমন কাটবে, তেমনই গাড়ির গতি নিয়ন্ত্রণও করা যাবে। 

গতি শনিবারের একটি দুর্ঘটনার পর পশ্চিমবঙ্গ রাজ্য ট্র্যাফিক পুলিশের এডিজি চালকদের সজাগ রাখতে এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশ সুপারদের কিছু নির্দেশ পাঠিয়েছেন। জাতীয় সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকা বেছে নিয়ে সেখানে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর সঙ্গেই রাস্তার প্রয়োজনীয় জায়গাতে চেক পোস্ট তৈরি করতে বলা হয়েছে।  

শীত পড়লে বিভিন্ন জাতীয় সড়কে বিক্ষিপ্তভাবে ট্রাক চালকদের দাঁড় করিয়ে তাদের চা-পানি দেওয়া হয়ে থাকে। এ বার শীত পড়ার আগেই ওই ব্যবস্থা চালু করা হবে। 

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বেশির ভাগ ক্ষেত্রে চালকের চোখ বুজে আসাই রাতে দুর্ঘটনার মূল কারণ। চালকেরা যাতে সজাগ থাকেন, তার জন্য জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ট্রাক-লরি দাঁড় করিয়ে চালকদের চা খেতে দেওয়া শুরু হচ্ছে। তাদের সঙ্গে কথাও বলা হচ্ছে। 

এনএফ