আমরা কঠিন যুদ্ধে আছি, বললেন নেতানিয়াহু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ইসরায়েলের ১২ সেনা। নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার (১ নভেম্বর) একটি বিবৃতি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিবৃতিতে তিনি বলেছেন, তারা এখন কঠিন যুদ্ধের মধ্যে আছেন এবং এ যুদ্ধ দীর্ঘ হবে।
তিনি বলেছেন, ‘আমরা কঠিন যুদ্ধে আছি। এটি একটি লম্বা যুদ্ধ হবে। এতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু অর্জন আছে। কিন্তু কষ্টদায়ক ক্ষতিও আছে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেছেন ‘আমরা জানি আমাদের প্রত্যেকটি সৈন্য একেকজন বিশ্ব। পুরো ইসরায়েল আপনাদের আলিঙ্গন করে। এমন কঠিন দুঃখের সময়ে মনের অন্তর্স্থল থেকে তাদের পরিবারের পাশে দাঁড়াব আমরা।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘একটি অন্যায় যুদ্ধে, দেশের জন্য যুদ্ধে আমাদের সেনারা নিহত হয়েছেন।’ ইসরায়েলি জনগণের প্রতি আমি প্রতিজ্ঞা করছি: আমরা আমাদের কাজ সম্পন্ন করব। আমরা জয়ের আগ পর্যন্ত অভিযান চালাব।’ যোগ করেন নেতানিয়াহু।
শুক্রবার ২৭ অক্টোবর রাতে তীব্র বোমা হামলা চালিয়ে গাজার ভেতর প্রবেশ করে ইসরায়েলি সেনারা। এ সময় নিজেদের সঙ্গে ট্যাংক ও বুলডোজারসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে যায় তারা।
ইসরায়েলি সেনারা গাজার মূলকেন্দ্র গাজা সিটির দিকে এগোচ্ছে। তাদের লক্ষ্য সেখানে থাকা হামাসের সব অবকাঠামো ধ্বংস করা এবং হামাস নিয়ন্ত্রিত সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে গাজায় ঢুকে হামাসের সশস্ত্র যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই