ভবানীপুরে বিজয়া সম্মিলনী থেকে ঝাঁঝালো বক্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ১০০ দিনের বকেয়া নিয়ে মোদি সরকারকে নিশানা করেন মমতা। এরই সঙ্গে নিজের স্বভাব নিয়ে সাফ কথা বলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ‘বাচ্চাদের কবিতার বইতে এপাং ওপাং ঝপাং হবে না তো কী হবে? অনেকে জানে না আমি দিনে একটা করে সোয়েটার বুনতাম। আমি আন্দোলন করতে ভালোবাসি, ঝগড়া করতে ভালোবাসি, অপ্রিয় সত্য বলতে ভালোবাসি’।

সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলে দেন, ‘আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।’

উল্লেখ্য, আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের নামবদল করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করাকেই কটাক্ষ করেন মমতা।

নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের প্রসঙ্গ তুলে কটাক্ষের পাশাপাশি মমতার বলেন, ‘আমি দেড় লাখ মাইনে পেতে পারি। সব সুবিধা পেতে পারি। আমি সাত বারের এমপি। তাহলে তো এখন  আমার ৪০-৫০ কোটি জমানোর কথা। আমি চাই না একটা মুখ খুলি। আমার দেশের সমালোচনা হোক। আমি দেশ ভালোবাসি। তাই চুপ করে আছি। কথায় কথায় বলে সব করে দিয়েছি। দেশটা সবার। পৃথিবী সবার। মনে রাখবেন আমরা একা কেউ নই।’

এদিন দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে গানের ইতিহাস নিয়ে অনেক কথা বললেন তিনি। ছোটবেলায় গান শিখেছিলেন, তিন বছর। সে কথাও তিনি বললেন। শুধু তাই নয়, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে দ্বিজেন মুখোপাধ্যায় তার কাছে গান শুনতে চাইতেন, সে কথাও বললেন তিনি।

সূত্র : নিউজ১৮ বাংলা

জেডএস