হামাসের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েকদিন ধরে গাজার মধ্যাঞ্চলের গাজা সিটিতে অভিযান চালাচ্ছে তারা। যেখানে হামাসের মূল সামরিক ঘাঁটি অবস্থিত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘তীব্র যুদ্ধ’ চলার সময় সেখানে হামাসের প্রায় ৫০ যোদ্ধাকে হত্যা করেছে তারা।
বিজ্ঞাপন
আইডিএফ আরও জানিয়েছে, বিমান এবং বিশেষ বাহিনীর সহায়তায়, ইসরায়েলি সেনারা গাজার প্রাণকেন্দ্রে, আল-শিফা হাসপাতালের কাছে হামাসের সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে।
তারা দাবি করেছে, যেখানে অভিযান চালানো হয়েছে সেটি হামাসের গোয়েন্দা এবং অভিযান চালানোর মূল কেন্দ্র ছিল। এখানেই ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা এবং প্রস্তুতি নেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অভিযান চালানোর দাবি জানিয়েছে, সেখানে হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোপন সুড়ঙ্গ এবং যুদ্ধ পরিচালনার কক্ষ অবস্থিত।
আরও পড়ুন
ওই এলাকায় এখনো যুদ্ধ চলছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর আল-শিফা হাসপাতাল প্রাঙ্গনে আশ্রয় নেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি বাহিনী সেখানে অভিযান চালানোয় এখন শঙ্কার মুখে পড়ে গেছেন সেখানে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ।
গত ২৮ অক্টোবর তীব্র বোমা হামলা চালিয়ে গাজায় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। এরপর অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরু করে তারা। এরপর গাজাকে দুই ভাগে বিভক্ত ও গাজা সিটিকে ঘিরে ধরে তারা। গাজা সিটিকে চারপাশ দিয়ে ঘিরে ধরেই নিজেদের কথিত সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে হামাস দাবি করছে, স্থল অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে তাদের যোদ্ধারা।
সূত্র: বিবিসি
এমটিআই