বাংলাদেশে পোশাক শ্রমিকদের ওপর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের আন্তর্জাতিক বিষয়াবলীর আন্ডার সেক্রেটারি থিয়া লি। এ ব্যাপারে বুধবার (৮ নভেম্বর) একটি বিবৃতি দিয়েছেন তিনি।

এতে তিনি বলেছেন, ‘ন্যুনতম মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর খুবই উদ্বিগ্ন। গত ৩০ অক্টোবর শ্রমিক রাসেল হাওলাদার এবং বুধবার (৮ সেপ্টেম্বর) আঞ্জুয়ারা খাতুনের ওপর পুলিশের গুলি চালানোর নিন্দা জানাচ্ছে শ্রম দপ্তর।’

বিবৃতিতে তিনি আরও বলেছেন ’সম্মলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য ও ডিজাইন এক্সপ্রেস ফ্যাক্টরির ২৬ বছর বয়সী মেনটেনেন্স অপারেটর রাসেল হাওলাদার ৩০ অক্টোবর নিহত হন। এছাড়া দুই সন্তানের জননী আঞ্জুয়ারাও আন্দোলনে প্রাণ হারান।’

‘আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শ্রমিকদের স্বাধীনতাকে সম্মান জানান, তাদের ওপর সহিংস হামলা বন্ধ করুন এবং রাসেল ও আঞ্জুয়ারার মৃত্যুর ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্টতার ব্যাপারে তদন্ত করুন।’

বিবৃততে শ্রমিকদের ন্যুনতম মজুরির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে মার্কিন শ্রম দপ্তর। এছাড়া পরবর্তীতে এ ধরনের সহিংসতা এড়াতে বর্তমান শ্রম আইন সংশোধনের কথাও বলেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর

এমটিআই