ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল বিমানবন্দরের উপরে ইউএফও উড়তে দেখা গেছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে আকাশে ইউএফও উড়তে দেখা যায়। এর কারণে বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট।

শুধু তাই নয়, ওই ইউএফও খোঁজার জন্য আকাশে ওড়ানো হয় ভারতীয় সেনা বাহিনীর রাফাল ফাইটার জেট। সবমিলিয়ে তোলপাড় পড়ে যায় ইম্ফল বিমানবন্দরে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, ইম্ফল বিমানবন্দরের কাছে আকাশে ইউএফও দেখা যাওয়ার খবর পাওয়ার পরই ওই রহস্যময় বস্তুর খোঁজ করতে কাছাকাছি সেনা ঘাঁটি থেকে আকাশে একটি রাফাল ফাইটার জেট ওড়ানো হয়। মাটির কাছাকাছি কোনো বস্তুকে খুঁজে বের করার মতো যন্ত্রপাতি রয়েছে রাফালে। কিন্তু কোনো ইউএফও খুঁজে পায়নি রাফাল। একটি রাফাল ফিরে আসার পর আরও একটি রাফাল পাঠানো হয় তল্লাশি করতে। সেটিও ফিরে আসে। ইউএফওটি আকাশে মিলিয়ে যায়।

এদিকে ওই ইউএফও ওড়ার ঘটনা যে মিথ্যে নয় তা দাবি করেছে বিভিন্ন মহল। ইম্ফলে বিমানবন্দরের আকাশে ইউএফও ওড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে হুলুস্থুল পড়ে যায় মণিপুর রাজ্যে। বিমানবন্দরের এয়ার ট্রাফিক সার্ভিস কর্মী, বিমানকর্মী, সিআইএসএফও ওই বস্তুটি দেখেছেন বলে জানা যাচ্ছে। কী দেখেছেন তারা? এদের সবার দাবি, আকাশে উড়ন্ত বস্তুটি সাদা। খালি চোখে স্পষ্ট দেখা যায়। দেখার পর নিমেষে সেটি আকাশে মিলিয়ে গেছে।

অন্যদিকে, ইম্ফল বিমানবন্দরকে ফ্লাইট ওড়ানোর জন্য সবুজ সংকেত দেওয়ার পর ইস্টার্ন কমান্ডের শিলং হেড কোয়ার্টার তাদের সেনাকে সক্রিয় করে দেয়। ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ইম্ফল বিমানবন্দরের ওই বস্তুটির ভিডিও দেখার পরই বিমান বাহিনী তার এয়ার ডিফেন্স মেকানিজম সক্রিয় করে দেয়। তারপর থেকে অবশ্য বস্তুটিকে আর দেখা যায়নি।

এসএসএইচ