জিম্মি মুক্তির চুক্তি
ইসরায়েলের কাছে বাড়তি দাবি জানিয়েছে হামাস
হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের ছবি
জিম্মি মুক্তির চুক্তি করতে ইসরায়েলের কাছে বাড়তি কিছু দাবি জানিয়েছে হামাস। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে আজ বৃহস্পতিবার থেকে চারদিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। যুদ্ধবিরতি চলাকালীন হামাস ৫০ জিম্মিকে মুক্তি দিত।
বিজ্ঞাপন
তবে এ চুক্তি করার আগে এখন হামাস আরও কিছু দাবি-দাওয়া জানিয়েছে।
বিবিসির সাংবাদিক ওরলা গুরিন ফিলিস্তিনের দখলকৃত নগরী জেরুজালেম থেকে বলেছেন, ‘আমি ইসরায়েলি সরকারে থাকা আমার সূত্র থেকে এখন শুনতে পাচ্ছি হামাস এখন কিছু বাড়তি দাবি জানিয়েছে। যদিও এটি পরিষ্কার নয়— তাদের দাবিগুলো কি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
কাতারের মধ্যস্থতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪ দিনের যুদ্ধবিরতি শুরুর কথা ছিল। কিন্তু বুধবার দিনের শেষ দিকে এসে শোনা যায়, যুদ্ধবিরতি পিছিয়ে যাচ্ছে।
এই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আগে নিজেদের মধ্যে আলোচনা করেছিল হামাস, ইসরায়েল ও কাতারের প্রতিনিধিরা। ওই আলোচনায় ঠিক করা হয়েছিল, দুই পক্ষ চারদিন যুদ্ধবিরতি পালন করবে। এই সময়ের মধ্যে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে এবং গাজা উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। ইসরায়েলিদের বর্বর হামলায় এ যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। অপরদিকে যুদ্ধের প্রথম দিন থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ৩৫০ জনেরও বেশি সেনাসহ প্রায় ১ হাজার ৩০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।
সূত্র: বিবিসি
এমটিআই