১৭ দিনের রুদ্ধশ্বাস এক অভিযানে অবশেষে বাইরের আলো দেখলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ শ্রমিক। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পর টানেলে আটকা ৪১ শ্রমিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রায় এক ঘণ্টার মাঝেই শ্রমিকদের সবাইকে টানেল থেকে বের করে আনা হয়।

সফলভাবে এবং নিরাপদে শ্রমিকদের টানেল থেকে বের করে আনায় উদ্ধারকারী দলের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘উত্তরকাশীতে আমাদের ভাইদের উদ্ধার অভিযানের সাফল্য সবাইকে আবেগাপ্লুত করে তুলছে। টানেলে আটকে পড়া বন্ধুদের আমি বলতে চাই, আপনাদের সাহস এবং ধৈর্য্য সবাইকে অনুপ্রাণিত করছে। আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।’’

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটা অত্যন্ত তৃপ্তির বিষয় যে, দীর্ঘ অপেক্ষার পর আমাদের বন্ধুরা এখন তাদের প্রিয়জনের সাথে দেখা করবেন। এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পরিবার যে ধৈর্য্য ও সাহস দেখিয়েছে কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট হতে পারে না।’’

তিনি বলেন, ‘‘এই উদ্ধার অভিযানের সাথে জড়িত সকলকেও আমি স্যালুট জানাই। তাদের সাহসিকতা ও দৃঢ়তা আমাদের শ্রমিক ভাইদের নতুন জীবন দিয়েছে। এই মিশনের সাথে জড়িত প্রত্যেকেই মানবতা এবং দলবদ্ধ কাজের আশ্চর্যজনক এক নজির স্থাপন করেছেন।’’

শ্রমিকদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযানের প্রশংসা করেছেন ভারতের প্রেসিডেন্ট দৌপদী মুর্মুও। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেছেন, ‘‘উত্তরাখণ্ডের টানেলে আটকা পড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে জেনে তিনি অত্যন্ত খুশি এবং স্বস্তিবোধ করছেন।’’

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘এটা জাতির জন্য বড় সংবাদ যে, উত্তরকাশীতে টানেলে আটকে পড়া আমাদের ৪১ শ্রমিক ভাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এতদিন টানেলে এমন চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করার মতো সাহসিকতাকে জাতি স্যালুট জানায়।’’

মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর সিল্কিয়ারা টানেলের ভেতর থেকে শ্রমিকদের এক এক করে বের করে আনা হয়। ১২ নভেম্বর থেকে আটকা শ্রমিকদের বের করে আনতে ৬০ মিটার লম্বা একটি পাইপ স্থাপন করা হয় টানেলে। এই পাইপের মধ্যে দিয়ে বিশেষভাবে তৈরি চাকাচালিত স্ট্রেচারে করে শ্রমিকদের বাইরে নিয়ে আসা হয়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের উদ্ধারে প্রথমে পাইপটি দিয়ে টানেলের ভেতরে যান বিশেষ দক্ষতাসম্পন্ন উদ্ধারকারীরা। কীভাবে চাকাচালিত স্ট্রেচারে করে বের হতে হবে— সে ব্যাপারে শ্রমিকদের নির্দেশনা দেন তারা। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্যও পরীক্ষা করেন। এরপর তাদের স্ট্রেচারে শুইয়ে দেওয়া হয়। শোয়ানোর পর বাইরে থেকে স্ট্রেচার টেনে টেনে শ্রমিকদের বের করে আনা হয়।

ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, উদ্ধার কাজ ধীরে ধীরে পরিচালনা করা হয়; যাতে শ্রমিকরা বাইরে এসে আগে নিজেদের মানিয়ে নিতে পারেন। বর্তমানে সেখানকার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: এনডিটিভি।

এসএস