জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা টিকা নেওয়ার পর রক্ত জমাটের জটিলতায় যুক্তরাষ্ট্রে একজনের প্রাণহানি ঘটেছে এবং অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বিভাগের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মার্কিন এই ফার্মাসিউটিক্যালস জায়ান্ট কোম্পানির টিকা নেওয়ার পর মোট ছয়জন নারীর মস্তিষ্কে বিরল রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটেছে। টিকা নেওয়ার ছয় থেকে ১৩ দিনের মধ্যে ১৮ থেকে ৪৮ বছর বয়সী এই নারীদের মস্তিষ্কে রক্ত জমাট এবং রক্তে প্ল্যাটিলেটের সংখ্যা কমে গেছে। দেশটিতে এখন পর্যন্ত এই টিকার ৬৮ লাখ ডোজ মানুষকে দেওয়া হয়েছে।

এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার মার্কস ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, জনসনের টিকা নেওয়ার পর একজন মারা গেছেন এবং একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ব্রিটিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ইউরোপে একই ধরনের রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি।

ভ্যাকসিন শরীরে বিরল প্রতিরোধ ব্যবস্থা জাগিয়ে তোলায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যানি চুচ্যাট বলেন, এক মাস অথবা তারও বেশি সময় আগে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকি খুবই কম। তিনি বলেন, গত কয়েক সপ্তাহের মধ্যে যারা জনসনের ভ্যাকসিন নিয়েছেন, তাদের যেকোনো ধরনের অসুস্থতার উপসর্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

চুচ্যাট বলেন, আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন এবং তীব্র মাথাব্যথা, তলপেট ব্যথা, পায়ে ব্যথা অথবা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, তাহলে আপনাকে স্বাস্থ্যসেবাদানকারীদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এদিকে, টিকা নেওয়ার পর বিরল রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা ব্যবহার বন্ধ রাখার সুপারিশ করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এফডিএ বলছে, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ‘ব্যাপক সাবধানতার অংশ হিসেবে’ তারা জনসনের টিকা ব্যবহার বন্ধের সুপারিশ করেছেন।

সূত্র: এএফপি, বিবিসি।

এসএস