জাপানের উপকূলে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ ৮
জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি মার্কিন যুদ্ধ জাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন ওই বিমানটির ৮ জন সেনা সদস্যের সবাই।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি ওসপ্রে ধরনের। বিশেষভাবে প্রস্তুত ইঞ্জিন ও প্রপেলার ব্লেড থাকায় এই উড়োজাহাজগুলো প্রয়োজন অনুসারে বিমান এবং হেলিকপ্টার— উভয়ের প্রকার টেক অফ ও উড্ডয়নে সক্ষম।
বিজ্ঞাপন
জাপানের কোস্টগার্ড বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে জাহাজটি ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি সমুদ্রে আছড়ে পড়ে এবং ডুবে যায়।
‘আমরা ওই সেনাদের সন্ধানে তৎপরতা চালাচ্ছি। এখনও কোনো কোনো খোঁজ পাইনি। আপাতত আমাদের কাছে এর বেশি তথ্য নেই,’ এএফপিকে বলেন ওই মুখপাত্র।
বিজ্ঞাপন
এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর একটি ওসপ্রে বিমান। এতে পাইলটসহ ওই বিমানটিতে অবস্থান করা ২৩ মার্কিন সেনার সবাই নিহত হয়েছিলেন।
এসএমডব্লিউ