ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ৮টার সময় নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর বারাসতে একটি জনসভায় অংশ নেন মমতা। সেখানে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেন তূণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘আমাকে আঘাত করলে আমিও প্রতিঘাত করতে পারি। তবে আমি ঘরে ঢুকে যাওয়ার লোক নয়। এবার ভোটে আমার মা-বোনেরা বড় ভূমিকা নেবে। নতুন ভোটাররা কেউ বিজেপিকে ভোট দেবে না। কোটি-কোটি টাকা নিয়ে বিজেপি ভোটে নেমেছে, তাও আমাকে এতো ভয় পাচ্ছে কেন ওরা?

তিনি বলেন, ‘একদিকে বিজেপির নেতারা প্রচার করে যাবে অথচ আমি পারব না? এই বিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম আমি। আমাকে আটকানোর চেষ্টা চলছে। দিল্লি থেকে শুরু করে সব এজেন্সি দিয়ে আমাকে কী করে ঠেকিয়ে রাখা যায়, সেটার অশুভ প্রয়াস চলছে। তবে বাংলাকে গুজরাট করতে দেব না।’

মমতা বলেন, ‘বিজেপি কেন হারবে জানেন? কারণ, আমি স্ট্রিট ফাইটার। এরকম গভেটে ভরা, এরকম মিথ্যে কথা বলা দল কোথাও খুঁজে পাবেন না।’

করোনা সংক্রমণ বৃদ্ধির জন্যও বিজেপিকে দোষারোপ করে মমতা বলেন, ‘আমরা কোভিডর সময় মানুষের পাশে ছিলাম। তোমরা কোথায় ছিলে? তোমাদের অপদার্থতার জন্য করোনা বেড়েছে। ওষুধ চেয়েছিলাম, তিন মাস আগে। তাও দেয়নি। আগামীকাল থেকে বিনা পয়সায় কোভিড টিকা দেওয়া শুরু করব।’

মমতা বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। এ বারের নির্বাচন বাংলার ইজ্জতের নির্বাচন। এরা রেল বিক্রি করে দিয়েছে। গ্যাসের দাম অনেক বাড়ানো হয়েছে। এদের মতো অসৎ লোক নেই। বাংলার মাটি সোনার মাটি। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাবো।’

টিএম