লিবিয়ার কারাগার থেকে ফিরতে পারেন প্রায় এক হাজার বাংলাদেশি
লিবিয়ার বিভিন্ন কারাগারে বন্দি ৯৬৮ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছে। বাংলাদেশভিত্তিক বিশ্বের বৃহত্তম এনজিও সংস্থা ব্র্যাকের অভিবাসন শাখার প্রধান শরিফুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে শরিফুল বলেন, ‘এই বাংলাদেশিরা ভাগ্যান্বেষণ ও উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। কিন্তু সঙ্গে বৈধ নথিপত্র না থাকায় ভূমধ্যসাগরের বিপদসঙ্কুল পথই ছিল তাদের ভরসা।’
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ঢাকায় ফিরে এসেছেন ১৪৩ জন বাংলাদেশি। লিবিয়ার সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং অভিবাসন সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মধ্যস্থতার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে।
কারাগারে বন্দি অপর বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা চলছে— উল্লেখ করে শরিফুল বলেছেন, ‘ব্র্যাক নিজেও এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। আমরা আশা করছি শিগগিরই তারা ফিরে আসতে পারবেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের সরকারি পরিসংখ্যান দপ্তর বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্সের (বিবিএস) তথ্য অনুসারে ২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত এসেছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৬৬ জন নাগরিক।
অন্যদিকে একই সময়সীমায় চাকরি ও কর্মসংস্থানের প্রত্যাশায় দেশ ছেড়েছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি।
এসএমডব্লিউ