যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো
যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা ফিলিস্তিনের প্রেসিডেন্টের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবে আপত্তি বা ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।
ওয়াফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেওয়ার অর্থ হলো আগ্রাসী ও আদর্শহীন শক্তির পক্ষাবলম্বন করা, যাদের কাছে মানবিকতাবোধ ও নীতি-নৈতিকনার ন্যুনতম কোনো মূল্য নেই।’
বিজ্ঞাপন
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি ভোটের জন্য তুলেছিল পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। ভোটপর্ব শেষে দেখা যায়, পরিষদের স্থায়-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩টি প্রস্তাবের পক্ষে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেয়নি।
জাতিসংঘের যুক্তরাষ্ট্র মিশনের কর্মকর্তা ও উপ রাষ্ট্রদূত রবার্ট উড প্রস্তাবটিকে ‘বাস্তবতা বিচ্ছিন্ন’ উল্লেখ করে বলেন, এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি দেওয়া হলে সেটি পরবর্তী যুদ্ধের বীজ বপন করবে।
বিজ্ঞাপন
‘প্রেসিডেন্ট (মাহমুদ আব্বাস) বলেছেন, গাজায় ফিলিস্তিনি শিশু, নারী এবং বয়স্ক লোকজনের রক্তপাতের জন্য দখলদার বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্রও দায়ী। কারণ তারা বছরের পর বছর ধরে দখলদার শক্তিকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে।’
‘প্রেসিডেন্ট আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল নীতি গণহত্যা, জাতিগত নিধন ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইসরায়েল ইস্যুতে যদি দেশটি তার মূল নীতি থেকে সরে আসে— সেক্ষেত্রে তা আন্তর্জাতিক নিরাপত্তা, শান্তি এবং সর্বোপরি গোটা বিশ্বের জন্য বিপদের কারণ হবে।’
এসএমডব্লিউ