ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটির তলদেশে সুড়ঙ্গ?
ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত হিন্দান বিমান ঘাঁটির দেওয়ালের নিচ দিয়ে গোপন সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চালানো হয়েছে সন্দেহ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল ঘাঁটির বাউন্ডারি দেওয়ালের নিচে চার ফুট গভীর একটি গর্তের সন্ধান পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটির ভেতরে গোপন সুড়ঙ্গ তৈরি করতে চেয়েছিল অজ্ঞাতরা। এরমাধ্যমে এ ঘাঁটির নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
ওই এলাকার স্থানীয় মানুষ গর্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে গর্তের সত্যতা পায়। এরপর বিমানবাহিনীর সদস্যরা এসে মাটি দিয়ে গর্তটি ভরাট করে দেন।
হিন্দান বিমান ঘাঁটি ভারতীয় বিমানবাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের অধীনে পরিচালিত হয়। এটি শুধু ভারত নয়— এশিয়ার অন্যতম বড় বিমান ঘাঁটি। এই ঘাঁটিতে বিমানবাহিনীর সি-৩৭ পরিবহণ বিমান রয়েছে। দিল্লি ও আশপাশের আকাশের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছে এই ঘাঁটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গর্তের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘাঁটির ২০ ফুট লম্বা দেওয়ালের বেস (ভিত্তি) ভেঙে সুড়ঙ্গটি খোঁড়া হচ্ছিল। বাউন্ডারি দেওয়ালের ওই পাশে বিস্তৃত খোলা মাঠ রয়েছে। আর এ ঘাঁটির পাশেই সাধারণ মানুষের চলাচল রয়েছে। এছাড়া এটির আশপাশে মানুষের ঘর-বাড়িও রয়েছে।
অনীল কুমার নামের সেখানকার এক বাসিন্দা বলেছেন, ‘গত কয়েকদিনে এই এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত ৭ ডিসেম্বর আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ওই সময় আমার বাড়িতে ডাকাতি হয়। এরপর এ নিয়ে স্থানীয়রা বৈঠক করেন। গোপাল নামের এক ব্যক্তি আমাদের জানায়, বিমান ঘাঁটির বাউন্ডারি দেওয়ালের নিচে একটি গর্ত রয়েছে। এরপর আমি আমার ভাই ও অন্যরা সেখানে গিয়ে গর্ত দেখে পুলিশকে খবর দেই।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
এমটিআই