সবজি-মাংস সবকিছুর ‘দাম কমছে’ চীনে, চিন্তায় সরকার
বিশ্বের অন্যান্য দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও উল্টো চিত্র দেখা যাচ্ছে চীনে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে কমছে সবজি-মাংস-কাপড় থেকে শুরু করে সবকিছুর দাম। এ বিষয়টি এখন দেশটির সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত নভেম্বরে চীনের কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ০ দশমিক ৫ শতাংশ কমে যায়। করোনা মহামারির পর এটি দেশটিতে পণ্যের সবচেয়ে বড় পতন। গত শনিবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
বিজ্ঞাপন
এর আগের মাসে— অক্টোবরে— দেশটিতে সিপিআইয়ে ০ দশমিক ২ শতাংশ পতন হয়। ওই সময় পণ্যের চাহিদা বৃদ্ধি এবং মূল্যপতন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছিল।
মূলত চীনে আবাসন খাতে ধসের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমছে। পণ্যের মূল্য কমে যাওয়া অর্থনীতির জন্য খারাপ। কারণ এতে করে ক্রেতা এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্য ক্রয় বন্ধ করে দিতে পারে অথবা বিনিয়োগ বন্ধ করে দিতে পারে। মূলত পণ্যের দাম আরও কমে যাওয়ার আশঙ্কা থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে করে অর্থনীতি আরও ধীর হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়।
বিজ্ঞাপন
বর্তমানে চীনের পণ্য থেকে শুরু করে সেবা— সবকিছুর দামই কমছে।
বিশেষ করে খাদ্যপণ্যের দামে সবচেয়ে বড় ধস দেখা গেছে। গত বছর খাদ্যপণ্যের যে দাম ছিল সে তুলনায় এ বছরের নভেম্বরে দাম ৪ দশমিক ২ শতাংশ কমে গেছে। এরমধ্যে শূকরের মাংসের দাম ৩১ দশমিক ৮ শতাংশ কমেছে।
নভেম্বরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্মরণকালে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালে চীনে গ্যাসোলিনের দামও কমে যায়।
সূত্র: সিএনএন
এমটিআই