ভারতের জনপ্রিয় লেখিকা অরুন্ধতীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। মূলত সামাজিক মাধ্যমে তার এক মন্তব্য ঘিরে সমালোচনার পরই এ মামলা করা হয়। ধর্মীয় অবমাননার অভিযোগে মিতা বন্দ্যোপাধ্যায় নামের একজন এ মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয়, অরুন্ধতী ভারতকে ‘হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইস’ বলে এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন। সেই মন্তব্য মুছতে হবে বলেও মামলায় আর্জি করা হয়। 

মিতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভারতের নাগরিক হিসেবে এমন মন্তব্য তার (অরুন্ধতী) কাছে দুঃখজনক।

তিনি বলেন, এ দেশে সরকার গণতন্ত্র মেনে তৈরি হয়। মানুষ ভোট দিয়ে বেছে নেন সরকারকে। এটা ধর্ম নিরপেক্ষ দেশ। 

অভিযোগে তিনি আরও বলেন, লেখক (অরুন্ধতী) শুধু পোস্ট করেই খান্ত হননি। তিনি আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন। 

এদিকে মামলকারীকে প্রধান বিচারপতি প্রশ্ন করে বলেন, দিল্লি হাই কোর্টে কেন জাননি? ইন্টারভিউ তো অনেক আগেই হয়েছে। অন্য কোনো কোর্টে কি মামলা হয়েছে? এর উত্তর জানাতে পারেননি মামলাকারী। 

পরে বিচারপতি বলেন, এখন আর টুইটার নয়, এক্স হ্যান্ডেল নাম হয়ে গেছে। ফলে সেই মামলায় সবপক্ষকে নতুন করে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এমএসএ