ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বুধবার ঘটে যাওয়া ঘটনার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা আত্মসমর্পণ করেছেন। 

বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক চেম্বারে ঢুকে পড়েন। তারা হলুদ ধোঁয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন। এ সময় প্রাণ ভয়ে সংসদের অনেক সদস্য দৌড়াদৌড়ি করে পালিয়ে যান।

কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় দু’জনকেই। একই সময়ে সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলম আজাদ এবং অমল শিন্ডে নামে আরও দুজন। তাদেরও গ্রেপ্তার করা হয়। বুধবার রাতের এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বিশাল শর্মা নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়।  

তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ঘটনার মূল পরিকল্পনাকারী ললিত। এরপর থেকে তাকে খুঁজছিল পুলিশ। 

ললিত বিহারের বাসিন্দা। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে জিজ্ঞাসাবাদ করছে। কলকাতার সঙ্গেও যোগ রয়েছে ললিতের। তিনি কলকাতায় শিক্ষকতা করতেন। 

এনএফ