কুয়েতের আল-সাবাহ পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিলেন আমির শেখ নাওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহ

উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। রোববার (১৭ ডিসেম্বর) দক্ষিণ এশিয়ার এই দেশটি একদিনের শোক পালন করছে।

এ লক্ষ্যে ভারতের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং সরকারি সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুতে রোববার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। এ লক্ষ্যে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো এক নির্দেশনায় এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং সরকারি সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ‘শনিবার কুয়েতের আমির শেখ নওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহ মারা গেছেন। তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে ১৭ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক পলন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শোক দিবসে ভারতজুড়ে সকল ভবনে - যেখানে জাতীয় পতাকা নিয়মিত ওড়ে - সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং এদিন কোনও সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।’

এর আগে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে কুয়েতের আমিরের মৃত্যুর ঘোষণায় আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল-সাবাহ বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। আমরা— কুয়েতের জনগণ, আরব ও ইসলামিক বিভিন্ন দেশ এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণ— আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করছি। যিনি আজ সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন।’

তবে বিবৃতিতে কুয়েতের আমিরের মৃত্যুর কোনও কারণ জানায়নি কর্তৃপক্ষ।

গত নভেম্বরে শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় দেশটির সরকারি একজন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমিরের শপথগ্রহণ করেন। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমিরের দায়িত্ব নিয়েছিলেন নাওয়াফ।

উল্লেখ্য, ১৯৩৭ সালে কুয়েতে জন্মগ্রহণ করেন শেখ নাওয়াফ। ১৯২১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত কুয়েতের আমিরের দায়িত্ব পালন করা শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর পঞ্চম পুত্র ছিলেন শেখ নাওয়াফ। কুয়েতে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা লাভ করেছিলেন তিনি। তবে উচ্চ শিক্ষা গ্রহণ করেননি। মাত্র ২৫ বছর বয়সে কুয়েতের হাওয়ালি প্রদেশের গভর্নর হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি।

টিএম