ভারতের হরিয়ানার গুরুগ্রামের ধরমপুর গ্রামে কয়েকটি গরুর মৃতদেহ পাওয়া গেছে।

গুরুগ্রামের এসিপি শিব অর্চন শর্মা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি যে ধরমপুর গ্রামের একটি পঞ্চায়েত জমিতে কিছু গরু ও মৃতদেহ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে।

এসিপি শর্মা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, এর পাশেই একটি গোশালা রয়েছে। আমরা ভেটেরিনারি ডাক্তারদের ডেকেছি। তারা গরুর মৃতদেহের ময়নাতদন্ত করছে। 

পুলিশ এ বিষয়ে আর কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, ময়নাতদন্তের পরই নতুন তথ্য জানা যাবে।

এনএফ