উচ্চ আদালতের রায়ে নির্বাচনে নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার নিজের জন্মস্থান পাঞ্জাবের মিয়ানওয়ালি সংসদীয় আসনে নির্বাচনের জন্য ইমরান মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে পিটিআই হাইকমান্ড।

২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে; কিন্তু আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত আগস্টে ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসলাবাদের সেশন জজ আদালত। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দিয়েছিলেন ইমরান খানের আইনজীবীর; কিন্তু বৃহস্পতিবার এক শুনানিতে সেই পিটিশন খারিজ করে দেন ইসলামাবাদ হাইকোর্ট।

ফলে আগামী নির্বাচনে ইমরানের প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। অবশ্য উচ্চ আদালতে রায় রিভিয়্যু বা পুনর্বিবেচনার সুযোগ থাকে। পাকিস্তানের রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, সেই সুযোগের ভিত্তিতেই শুক্রবার নিজের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিটিআই চেয়ারম্যান, ‍যিনি গত কয়েক মাস ধরে আদিয়ালা কারাগারে আছেন।

এদিকে শুক্রবার ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’ মামলায় ইমরান খান এবং তার দল পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে জামিন দিয়েছেন পাকিস্তানের সুপ্রিক কোর্ট। ইমরান এবং কুরেশি যথাক্রমে এই মামলার এক নম্বর ও দুই নম্বর আসামি।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের কিছু সময় পর প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।  

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এসএমডব্লিউ