আট মাসের ব্যবধানে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আক্রান্ত হওয়ার পর শুক্রবার তাকে কর্নাটকের রাজধানী শহর বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি সূত্রের খবর, দুদিন আগে জ্বরের উপসর্গ ছিল কর্নাটকের মুখ্যমন্ত্রীর। তাই তার করোনা পরীক্ষা হয়েছিল। শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর প্রবীণ এই বিজেপি নেতাকে বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছরের আগস্টের প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন ইয়েদুরাপ্পা। তখন অবশ্য তার কোনো উপসর্গ ছিল না। হাসপাতালের রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই সময় তার মেয়েও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
 
উল্লেখ্য ভারতে এখন করোনার সংক্রমণ পরিস্থিতি খুবই বিপজ্জনক। টানা গত দুদিন দেশটিতে দুই লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির যে দশ রাজ্যে করোনার প্রকোপ এখন সবচেয়ে বেশি তার একটি হলো কর্নাটক।

গত ২৪ ঘণ্টায় কর্নাটকে ১৪ হাজার ৭৩৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৬ জনের। এই পরিস্থিতিতে শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইয়েদুরাপ্পার বৈঠকে বসার কথা ছিল। কিন্তু তিনি নিজেই আক্রান্ত হওয়ায় বৈঠক বাতিল করা হয়।

এএস/জেএস