তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসি) তেলের ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এক কর্মীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

চেন্নাই পুলিশ জানিয়েছে, তোন্ডিয়ারপেট এলাকার ওই তেলের ডিপোর ট্যাঙ্কারের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঝালাইয়ের কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকে ইথানল ভর্তি দু’টি ট্যাঙ্কারে হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, বিস্ফোরণে মারা যাওয়া কর্মীর নাম পেরুমল। গুরুতর আহত আর এক কর্মীকে ভর্তি করানো হয় হাসপাতালে। দুর্ঘটনার পরে আইওসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিপো পরিদর্শনে যান। 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের জেরে তোন্ডিয়ারপেট ডিপোর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। 

জেডএস