ক্লিন্টনের অল্পবয়সী মেয়ে পছন্দ, বেরিয়ে এল বিস্ফোরক তথ্য
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অল্পবয়সী তরুণীদের পছন্দ করতেন। এমন দাবি করা হয়েছে নয়া জেফরি এপস্টাইন নথিতে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফিনান্সিয়াল মার্কেটের সঙ্গে যুক্ত এপস্টাইন ২০০৯ সালে এক নাবালিকার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করার কথা স্বীকার করে নিয়েছিলেন। ২০১৯ সালে যৌনপাচার সংক্রান্ত মামলায় তদন্ত শেষ হওয়ার আগেই তিনি জেলের মধ্যে আত্মহত্যা করেন। তিনি এক তরুণীকে একবার বলেছিলেন ক্লিন্টন ‘লাইকস দেম ইয়ং’।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিযোগকারী দাবি করেন, তাকে ২০ বছর বয়সে ম্যাসেজ থেরাপিস্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কোনও ম্যাসেজ প্রশিক্ষণ ছিল না। শুধু এপস্টাইন তাকে বলেছিল— ক্লিনটন অল্প বয়সী মেয়েদের পছন্দ করেন। ম্যাসেজের ২৫-৫০ শতাংশ সময়ে নগ্ন থাকতে হত। বাজে কাজেও বাধ্য করা হত।
বিজ্ঞাপন
এপস্টাইনের সাথে সম্পর্কিত একটি মামলার শত শত পৃষ্ঠার নথি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিনটন এবং মাইকেল জ্যাকসনের মতো বড় নাম রয়েছে।
নথিতে ৫০ বার বিল ক্লিন্টনের নাম দেওয়া আছে 'ডো ৩৬' হিসেবে। অভিযোগকারী দুই অল্পবয়সী তরুণীর সঙ্গে এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে দেখা যায় ক্লিন্টনকে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিল ক্লিন্টন।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউজের এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিল ক্লিন্টন। ফের নতুন করে অল্পবয়সী মেয়েদের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে এল।
এমজে