নারীদের কাছে ঠিকানা জিজ্ঞেস করায় সাধুদের মারধর
ভারতের পশ্চিমবঙ্গে পবিত্রস্থান গঙ্গাসাগরে যাওয়ার পথে মারধরের শিকার হয়েছেন সাধুদের একটি দল। তাদের মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এতে জড়িত থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে ১২জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
একটি সূত্র জানিয়েছে, সাধুদের এ দলটি গঙ্গাসাগর যাওয়ার পথে— ঠিকানা জিজ্ঞেস করতে একদল নারীর কাছে যায়। ওই সময় প্রায় নগ্ন সাধুদের দেখে নারীরা হকচকিয়ে যান। তখন তারা অন্যদের ডাক দেন। কিন্তু সাধুদের কোনো কথা না শুনে তাদের মারধর করা হয়।
পুলিশ জানিয়েছে এ ঘটনার সঙ্গে জাতিগত বিষয়ের কোনো সংশ্লিষ্টতা এখনো তারা খুঁজে পাননি। তবে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী কেউ আছেন কি না সেটি দেখা হচ্ছে।’
বিজ্ঞাপন
পুলিশ আরও জানিয়েছে, সাধুদের ওপর হামলা হচ্ছে এমন তথ্য জানার পর দ্রুত তারা ঘটনাস্থলে যায়। এরপর ওই সাধুদের উদ্ধার করে গঙ্গাসাগরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।
— Megh Updates ™ (@MeghUpdates) January 12, 2024
এদিকে এ ঘটনা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখা এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি দাবি করছে, তৃণমূল হিন্দুদের রক্ষায় ব্যর্থ হয়েছে। আর এ কারণে আজ নিরীহ সাধুদের হামলার শিকার হতে হয়েছে।
— Megh Updates ™ (@MeghUpdates) January 12, 2024
পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সাধুদের বারবার জিজ্ঞেস করা হয়েছে; এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করতে চান কি না। তবে তারা কোনো অভিযোগ করতে রাজি হননি।
তৃণমূল কংগ্রেসের বিভাগীয় প্রেসিডেন্ট সৌমেন বেলথারিয়া জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। কেন সাধুদের মারধর করা হলো— তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। তবে সাধুদের মারধর করা একদমই ঠিক হয়নি।
সূত্র: এনডিটিভি
এমটিআই