ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় সড়কে চলাচলের অনুমতি ছাড়া কোনও বাস যাত্রী পরিবহন করতে পারবে না। পারমিট ছাড়া বাস চলাচল করলে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় দাবি করা হয়েছিল, মধ্য কলকাতা, এসপ্ল্যানেড, সেন্ট্রাল বাস টার্মিনাস, রবীন্দ্র সেতু লাগোয়া কলকাতা এলাকায় পারমিট ছাড়া বহু বাস চালানো হচ্ছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন কাকলি দত্ত। বাদী কয়েকটি বাসের নম্বর দিয়ে উল্লেখ করেন যে বাসগুলোর কোনো পারমিট নেই।

এই মামলায় রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছিল আদালত। গত বছরের ১৬ মে কলকাতা ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার রিপোর্ট দিয়ে জানান, মামলাকারীর অভিযোগে সত্যতা রয়েছে। রাজ্য সরকারের পরিবহর দপ্তর জানতে চেয়েছিল, ওই বাসগুলোর পারমিট কেন বাতিল করা হবে না? সেই বিষয়ে শোকজ নোটিশ ধরানো হবে বেআইনিভাবে সড়ক দাপিয়ে বেড়ানো বাসগুলোকে।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য পরিবহন দপ্তরের সচিবকে দ্রুত এই বিষয়ে একটি দল গঠন করতে হবে। এই দলের কাজ হবে পারমিট ছাড়া চলাচল করা গাড়িগুলোকে চিহ্নিত করা। তাদের বৈধ পারমিট রয়েছে কি না, তা যাচাই করা হবে তাদের দায়িত্ব। যদি পারমিট না থাকে, সেই বাসগুলোকে আটক করা হবে। সঙ্গে অনুসন্ধান করে দেখতে হবে, বাস চালানোর জন্য তাদের আগে কোনো জরিমানা হয়েছে কি না। যদি দেখা যায়, আগে জরিমানা করা হয়েছিল, তারপরও তারা পারমিট ছাড়া বাস চালাচ্ছেন। তা হলে তাদের এই মর্মে শোকজ নোটিশ ধরাতে হবে। নির্দেশে আদালত আরও জানান, কলকাতার ট্রাফিক বি‌ভাগকে পর্যাপ্ত পুলিশ দিতে হবে পরিবহর দপ্তরের কর্মকর্তাদের সাহায্য করার জন্য। যাতে আদালতের নির্দেশ সঠিকভাবে কার্যকর করা যায়।

হাইকোর্টের মন্তব্য, পরিবহন দপ্তর এই বিষয়ে কড়া অবস্থান না নিলে এই ধরনের বেআইনি কাজে লাগাম টানা যাবে না। আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।আনন্দবাজার

জেডএস