আলবেনিয়ার মসজিদে ছুরি হামলা, আহত ৫
ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ার রাজধানী তিরানার একটি মসজিদে সোমবার ছুরি হামলা হয়েছে। জোহরের নামাজের পর মসজিদে ওই ছুরি হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানিয়েছে, ছুরি হামলার পরই সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন। গত মার্চের এক ছুরি হামলার ঘটনায় তাকে খুঁজছিল পুলিশ।
বিজ্ঞাপন
তবে পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পুলিশ বলছে, স্থানীয় সময় আজ দুপুর আড়াইটা দিকে রাজধানী তিরানার উপকণ্ঠে অবস্থিত দিনে হোক্সা নামের ওই মসজিদে ছুরি হামলার ঘটনায় আহততের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএস
বিজ্ঞাপন