গাছের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যাওয়ার পর টেসলার একটি গাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটির চালকের আসনে কেউ ছিলেন না। অর্থাৎ স্বয়ংক্রিয় মোডে চলছিল সম্পূর্ণ ইলেক্ট্রিক গাড়িটি। আর দুর্ঘটনার পর গাড়িটিতে লেগে যাওয়া আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। 

শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশ দেখছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালকের আসনে কেউ ছিলেন না। দুর্ঘটনায় যে দুজন নিহত হয়েছেন তাদের একজন গাড়িটির সামনের সিটে বসা ছিলেন, আরেকজন বসা ছিলেন পেছনের সিটে। পেছনের সিটে যিনি বসা ছিলেন তিনিই গাড়িটির মালিক বলে এখনও জানা যাচ্ছে।  

পুলিশ বলছে, তাদের ধারণা গাড়িটিতে আর কেউ ছিলেন না। দুর্ঘটনার সময় গাড়িটি উচ্চগতিতে ছিল। বাঁক নেওয়ার সময় গাড়িটির একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।  

সম্পূর্ণ এই ইলেক্ট্রিক গাড়িটিতে ব্যবহৃত বিশেষ ব্যাটারির কারণে দুর্ঘটনার পর গাড়িটিতে চার ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের ২৩ হাজার গ্যালন পানি ব্যবহার করতে হয়েছে। 

শুধু তাই নয় আগুন নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীদের টেসলারের সঙ্গে যোগাযোগও করতে হয়েছে। 

শনিবারই টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক এ ধরনের গাড়ির নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন নিয়ে একটি টুইট করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে টুইটে তিনি লেখেন, গড়পড়তার বাকি গাড়িগুলোর চেয়ে টেসলা অটোপাইলটে দুর্ঘটনার সম্ভাবনা ১০ শতাংশ কম। 

সূত্র : দ্য ইন্ডেপেন্ডেন্ট। 

এনএফ