‘‘স্ত্রীর ওপর ক্ষোভ উগড়ে দেওয়া কিংবা তাকে মারধরের মাঝে কোনও পুরুষত্ব নেই। পুরুষদের অবশ্যই তাদের স্ত্রীর কাছে ভালো আচরণ করতে হবে। পবিত্র কুরআনে এটা বলা নাই যে, স্ত্রীরা স্বামীর কাপড় পরিষ্কার করবেন কিংবা স্বামীর জন্য রান্না করবেন।’’ স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেছেন ভারতের হায়দরাবাদের এমপি ও স্থানীয় রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

দলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেছেন। তার বক্তৃতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি বলেন, স্ত্রীদের কাছে স্বামীদের অবশ্যই ভালো মানুষ হতে হবে।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘‘আমি এই কথা কয়েকবার বলেছি। এর ফলে অনেকে মন খারাপ করেছেন। কুরআন বলে না যে, আপনার স্ত্রীকে অবশ্যই আপনার কাপড় ধোয়া বা আপনার জন্য রান্না করা বা আপনার মাথা মালিশ করে দিতে হবে। প্রকৃতপক্ষে কুরআন বলে, স্ত্রীর উপার্জনের ওপর স্বামীর কোনও অধিকার নেই। তবে স্বামীর উপার্জনের ওপর স্ত্রীর অধিকার আছে। কারণ তাকে সংসার চালাতে হয়।’’

তিনি বলেন, ‘‘রান্না না করার জন্য অথবা রান্নায় দোষ-ত্রুটি খুঁজে পাওয়ায় অনেকে স্ত্রীর সমালোচনা করেন। ভাই, এটা ইসলাম। এটা কোথাও লেখা নাই। এ ছাড়া অনেকেই আছেন, যারা স্ত্রীদের প্রতি নিষ্ঠুর, তাদের আঘাত করেন। আপনি যদি সত্যিকারের নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে বলুন তিনি কোথায় এবং কোন নারীর শরীরে হাত তুলেছেন।’’

‘‘স্ত্রীর ওপর অকারণে রাগ প্রকাশ বা তাকে মারধরের মাঝে কোনও পুরুষত্ব নেই। নিজের রাগ নিয়ন্ত্রণ করাই পুরুষত্ব।’’

এআইএমআইএমের এই নেতা এক উপাখ্যানের বর্ণনা করেছেন, যেখানে একজন রাসুল প্রভাবশালী খলিফা ফারুক-ই-আজমের কাছে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, তার স্ত্রী অত্যন্ত রাগান্বিত। পরে রাসুলকে নিয়ে ফারুক-ই-আজম নিজ বাড়িতে যান। সেখানে তিনি দেখতে পান, তার স্ত্রীও বকাঝকা করছেন।

ফারুক-ই-আজম তাকে বলেন, ‘‘তিনি আমার স্ত্রী, আমার বাড়ির মর্যাদা রক্ষা করেন। তিনি আমার সন্তানদের জন্ম দিয়েছেন, তাদের দেখাশোনা করেন। তিনিও মানুষ, তিনি যদি আমাকে কিছু বলেন (রাগে), আমি শুনি। ভাই, এই মানসিকতা গড়ে তুলুন।’’

ওয়াইসি বলেন, ‘‘এখানে স্ত্রীরা যদি জবাব দেন, তাহলে কেউ কেউ সেটাকে অপরাধ মনে করেন। অনেকে গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে চ্যাট করেন। আর তাদের স্ত্রী এবং মা বাড়িতে অপেক্ষা করেন। এই জিনিসগুলো বুঝুন।’’

সূত্র: এনডিটিভি।

এসএস