মনমোহন সিংয়ের আরোগ্য কামনা করে ইমরানের টুইট
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কংগ্রেস নেতা মনমোহন সিংয়ের আরোগ্য কামনা করে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন।
মঙ্গলবার রাত ১০টার পর এই টুইট করেছেন ইমরান। সেখানে তিনি লিখেছেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
বিজ্ঞাপন
— Imran Khan (@ImranKhanPTI) April 20, 2021
গত সোমবার (১৯ এপ্রিল) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন মনমোহন সিং। ভারতের সর্বোচ্চ সরকারি চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি হয়েছেন তিনি। এআইআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, সামান্য জ্বর ছাড়া বাড়তি কোনো উপসর্গ এখনও দেখা যায়নি ভারতের সাবেক প্রধানমন্ত্রীর।
মনমোহন সিং করোনা টিকার দু’টি ডোজই নিয়েছিলেন। গত ৪ মার্চ টিকার প্রথম ডোজ এবং ৩ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
ইমরান খানের বেলায়ও অবশ্য একই ঘটনা ঘটেছিল। চীনের করোনা টিকা নেওয়ার দু’দিনে মাথায় গত ২০ মার্চ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি সুস্থ আছেন।
এসএমডব্লিউ