শ্রীলঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বেঁধে ৩ জনের মৃত্যু
অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে তিনজন মারা গেছেন শ্রীলঙ্কায়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী পাভিত্রা ওয়ানারাচ্ছি বুধবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন।
২১ এপ্রিল পার্লামেন্ট সেশনে ওয়ানারাচ্ছি জানান, শ্রীলঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেওয়ার পর এ পর্যন্ত ছয়জনের দেহে রক্ত জমাট বাঁধা সমস্যা দেখা দিয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আক্রান্তদের তিন জন ইতোমধ্যে মারা গেছেন।
বিজ্ঞাপন
গত মার্চে নরওয়ে ও ডেনমার্কে প্রথম এই সমস্যা দেখা দেয়। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ডোজ নেওয়ার পর এই দুটি দেশের প্রায় ৪০ জনের দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ায় এই টিকার প্রয়োজ সাময়িকভাবে স্থগিত করেছিল ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, বুলেগেরিয়া, আইসল্যান্ড ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ।
যুক্তরাজ্যেও অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ৩০ জন রক্ত জমাট বাঁধা সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।
বিজ্ঞাপন
তবে এখন পর্যন্ত শ্রীলঙ্কাই এশিয়ার প্রথম দেশ, যেখানে টিকা নেওয়ার পর এই সমস্যা দেখা দিল।
ইউরোপীয় মেডিসিন এজেন্সি(ইএমএ) অবশ্য জানিয়েছে, রক্ত জমাট বাঁধার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা টিকার সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, সম্ভব্য ঝুঁকির চাইতে এই টিকার কার্যকারিতা অনেক বেশি।
করোন সংক্রমণ নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে সফল শ্রীলঙ্কা। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৯৭ হাজার ৪৭২ এবং এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন মোট ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেনি।
ইতোমধ্যে দেশের প্রায় ১০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কার সরকার; এবং রক্ত জমাট বাঁধা সমস্যা দেখা দিলেও এখন পর্যন্ত গণটিকাদান কর্মসূচি স্থগিত বিষয়ক কোনো সরকারী ঘোষণা আসেনি।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ