অক্সিজেন না পেয়ে এক হাসপাতালেই ২৫ করোনা রোগীর মৃত্যু
ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহতা বর্ণনার ঊর্ধ্বে। হাসপাতালে শয্যা খালি নেই, জায়গা নেই; জায়গা বা শয্যা পেলেও নেই স্বাস্থ্য সেবার নিশ্চয়তা, এমনকি নেই অক্সিজেনও। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছেছে যে, দেশটির রাজধানী খোদ দিল্লিতেই একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেছেন ২৫ করোনা রোগী।
ঘটনাটি ঘটেছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে। দেশটির রাজধানীর এই প্রথম সারির এই বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আক্সিজেন না পেয়ে মারা গেছেন তারা। রোগীদের মুখের কাছে ধরার মতো কোনো অক্সিজেন ছিল না হাসপাতালে।
বিজ্ঞাপন
— ANI (@ANI) April 23, 2021
গঙ্গারাম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাতে এখন যতটুকু অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে কেবল ২ ঘণ্টা চালান যাবে। হাসাপাতালে এখনও ভর্তি রয়েছে ৬০ জন মুমূর্ষ রোগী, ৫০০-র বেশি করোনা আক্রান্ত রোগী। গত তিন দিন ধরে অক্সিজেন সরবরাহের জন্য বার বার আবেদন জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হাতে মজুত থাকা দুই ঘণ্টার অক্সিজেন শেষ হয়ে গেলে পরিস্থিতি কোন দিকে যাবে; উত্তর জানা নেই কারও।
বিজ্ঞাপন
এদিকে দিল্লির পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানার বেসরকারি ফরটিস হাসপাতাল টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, তাদের হাতে আর মাত্র ৪৫ মিনিট চালানোর মতো অক্সিজেন রয়েছে। রোগীদের প্রাণ বাঁচাতে অবিলম্বে সাহায্যের আবেদন জানায় হাসপাতালটি। টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য কামনা করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার অক্সিজেনের ঘাটতি নিয়ে কথা বলতে বলতে কন্নায় ভেঙে পড়েন দিল্লির শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগর। তিনি জানান, দুই ঘণ্টার মতো অক্সিজেন রয়েছে তাদের হাতে।
সূত্র: এনডিটিভি, জি নিউজ
টিএম