চীন সীমান্তের কাছে মিয়ানমার জান্তা-বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ
ফাইল ছবি
চীনের সাথে সীমান্ত লাগোয়া মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে জান্তা বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে জান্তার এই সংঘর্ষ চলছে।
থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে কেআইএ ও মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একযোগে ১০টিরও বেশি জান্তা চৌকিতে হামলা চালিয়েছে। এসব সামরিক চৌকি চীন সীমান্ত লাগোয়া মিয়ানমারের কাচিনের প্রায় ১২০ মাইল রাস্তাজুড়ে অবস্থিত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যায় কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু দ্য ইরাবতিকে বলেছেন, কাচিনের লাইজা শহরের কাছের পাহাড়ের চূড়ায় অবস্থিত জান্তার একটি সামরিক ঘাঁটিরও দখল নিয়েছে জাতিগত সশস্ত্র এই গোষ্ঠী।
কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির বলেছে, রাজ্যের রাজধানী মিটকিনা এবং ভামো শহরের মধ্যবর্তী রাস্তার পাশের চৌকিতে কেআইএর হামলার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ঘাঁটিটি দখল করা হয়েছে। চীন সীমান্তের কাছের মিটকিনা ও ভামো শহরের মধ্যবর্তী প্রায় অর্ধেকপথে লাইজা শহরটি অবস্থিত।
বিজ্ঞাপন
সামরিক জান্তার এসব চৌকি কাচিনের ভামো ও ওয়াংমাও শহরের মধ্য দিয়ে ১২০ মাইল পথ ধরে জান্তার কৌশলগত সামরিক ঘাঁটিগুলোর সুরক্ষায় কাজ করে। কাচিনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাচিন পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কেআইএর সৈন্যরা বৃহস্পতিবার সকালে ভামো বিমানবন্দরের রানওয়ে এবং মিটকিনার জান্তা বিমান ঘাঁটিতে হামলা চালায়। ঘাঁটিতে থাকা জান্তার বিমান যাতে পাল্টা হামলায় অংশ নিতে না পারে সেজন্য কেআইএর যোদ্ধারা রকেট চালিত বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে।
কেআইএ বলেছে, জান্তা চৌকি ও ঘাঁটিগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ ভামো-মিটকিনা সড়ক বরাবর অবস্থিত এবং ওই অঞ্চলে কেআইএর ঘাঁটিগুলোর জন্য হুমকি। বিদ্রোহীদের সাথে সামরিক বাহিনীর সংঘর্ষের ঘটনায় কাচিনের ওই সড়কটি গত কয়েক মাস ধরে বেসামরিক লোকজন ব্যবহার করতে পারছে না।
কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু বলেছেন, ‘‘আমাদের হামলার মূল উদ্দেশ্য কাচিন ভূখণ্ডের নিরাপত্তা।’’
বিদ্রোহীদের হামলার পাল্টায় জান্তা সৈন্যরা তাদের একটি ঘাঁটি থেকে লাইজা শহরের আবাসিক এলাকায় বৃহস্পতিবার সকালের দিকে গোলাবর্ষণ করেছে। কাচিনের স্থানীয় গণমাধ্যম বলছে, জান্তার এই হামলায় অন্তত তিনজন বেসামরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। বিকেলে জান্তা চৌকি ও লাইজা শহরের কাছাকাছি এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকালের হামলার সময় কেআইএ যোদ্ধারা লাইজার কাছের পর্বত চূড়ায় অবস্থিত জান্তার দুটি চৌকি দখল করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ওয়াংমাও শহরে কেআইএর যোদ্ধাদের হামলায় জান্তাপন্থী মিলিশিয়া সদস্যদের পাশাপাশি লিসু ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও লিসু মিলিশিয়া নেতা ইউ শো মিনও নিহত হয়েছেন বলে কাচিনের একটি গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: দ্য ইরাবতি।
এসএস