করোনার চিকিৎসায় ভারতে হেপাটাইটিসের ওষুধ অনুমোদন
করোনার চিকিৎসায় জাইডাস ক্যাডিলার তৈরি অ্যান্টিভাইরাল ড্রাগ ‘ভিরাফিন’ জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত।
দেশটির কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ায় (ডিসিজিআই) এই অনুমোদন দিয়েছে। দশ বছর আগে হেপাইটিস-সি এর চিকিৎসায় অ্যান্টিভাইরাল এই ওষুধের অনুমোদন দিয়েছিল ভারত। এবার করোনার চিকিৎসায় অনুমোদন দেওয়া হলো।
বিজ্ঞাপন
করোনায় ‘ভিরাফিন’ ব্যবহারে ডিসিজিআই অনুমোদন দিয়েছে বলে ওষুধটির প্রস্তুতকারক সংস্থা ‘জাইডাস ক্যাডিলা’র পক্ষ থেকে বিবৃতি দিয়ে শুক্রবার এ খবর জানানো হয়।
প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের মধ্যে যাদের করোনার মৃদু উপসর্গ রয়েছে তাদের ক্ষেত্রে জরুরি প্রয়োজনে এই ওষুধ ব্যবহার করা যাবে। মৃদু আক্রান্তদের ক্ষেত্রে এটি কার্যকর বলে দাবি করা হচ্ছে। এর বিপরীতে ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড
জাইডাস ক্যাডিলা অবশ্য জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, করোনায় ‘ভিরাফিন’র এক ডোজেই কাজ হচ্ছে। এর বৈজ্ঞানিক নাম ‘পেগিলেটেড ইন্টারফেরন আলফা-২বি’।
জাইডাস ক্যাডিলার দাবি, মৃদু উপসর্গ থাকা রোগীদের ভিরাফিন দেওয়ার পর তাদের শরীরে অক্সিজেনের মাত্রা বেড়েছে। দেখা গেছে তাদের মধ্যে ৯১.১৫ শতাংশেরই সপ্তাহখানেক পর আরটি-পিসিআর পরীক্ষায় কোভিড নেগেটিভ হয়েছে।
দ্বিতীয় দফায় ভারতে সুনামির মতো বাড়ছে করোনার প্রকোপ। শুক্রবার করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যুতে নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেনের সংকট প্রকট আকার ধারণ করেছে।
এফআর/এএস/জেএস