পাকিস্তানেও রোজা শুরু মঙ্গলবার
রমজানের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশ ও ভারতের মতো পাকিস্তানেও আগামী কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা। দেশটির সরকারি চাঁদ দেখা কমিটি রুয়েত-ই হিলালের চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে আলেম ওলামাদের সঙ্গে বৈঠকের পর এই বিবৃতি তিনি দিয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রুয়েত-ই-হিলাল কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই অবশ্য পাঞ্জাবের রাজধানী লাহোর এবং পেশোয়ারে রমজানের চাঁদ দেখা গিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
গত রোববার মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার প্রথম রোজা পালন করেছেন সেসব অঞ্চলের ইসলাম ধর্মাবলম্বীরা।
বিজ্ঞাপন
অন্যদিকে আজ চাঁদ ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের মুসলিমদের রোজা পালন শুরু হবে মঙ্গলবার থেকে।
আরবি চান্দ্র বর্ষের নবম মাস রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে পবিত্র। এই মাসে মুসলিমদের প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌনতা ও দ্বন্দ্ব-সংঘাতে জড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইসলাম ধর্মীয় বিধানে।
এই মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখ ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিমরা। সেই উৎসবের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফের প্রবেশ করেন।
বিশ্বের অন্যান্য মুসলিমপ্রধান দেশের মতো পাকিস্তানেও অত্যন্ত গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয় রমজান মাস।
সূত্র : জিও টিভি
এসএমডব্লিউ