প্রায় পাঁচশো বছরের বিতর্কে ইতি ঘটিয়ে অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। আর রামলালা বিরাজমান হওয়ার পর এই প্রথম রামমন্দিরে পালিত হবে রামনবমী। স্বাভাবিকভাবেই জোরকদমে চলছে প্রস্তুতি। ধুমধাম করে রামলালার জন্মদিন উদযাপনের আয়োজনে কোনো কমতি রাখা হচ্ছে না। আর এবার জানা গেল, রামনবমী উপলক্ষ্যে অযোধ্যায় আনা হচ্ছে এক লাখ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু!

দেবরহ হংস বাবা ট্রাস্টের সদস্য অতুল কুমার সাক্সেনা জানান, রামলালার জন্মদিন উপলক্ষ্যে প্রসাদ হিসেবে এই ট্রাস্টের পক্ষ থেকে এক লাখ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু পাঠানো হচ্ছে। যা ১৭ এপ্রিল ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিলি করা হবে।

তবে, শুধু রামমন্দিরেই নয়, প্রতি সপ্তাহেই এই ট্রাস্টের পক্ষ থেকে লাড্ডু পৌঁছে যায় বারাণসীর কাশী বিশ্বনাথ থেকে দক্ষিণে তিরুপতি বালাজি মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থানে। 

এর আগে, গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ৪০ কেজির লাড্ডু প্রসাদ হিসেবে পাঠিয়েছিলেন তারা। তবে, এবার লাড্ডুর ওজন পেরল এক লাখ কেজি। আন্দাজ করতে সমস্যা হয় না যে ঠিক কত বড় আকারের লাড্ডু ভোগ হিসেবে পেতে চলেছে রামলালা।

উল্লেখ্য, এবারের রামনবমীতে রামলালার কপাল উজ্জ্বল হবে সূর্য তিলকে। গত শনিবার (১৩ এপ্রিল) তারই ট্রায়াল হয় রামমন্দিরে। প্রায় ৪ মিনিট ধরে রামলালার কপালে দেখা মেলে সূর্য তিলকের। বুধবার (১৭ এপ্রিল) যে মুহূর্তের সাক্ষী হতে ভিড় জমাবেন ভক্তরা।

কেএ