সংক্রমণে ঊর্ধ্বগতি, লকডাউন হলো শ্রীলঙ্কা
দৈনিক রেকর্ড সর্বাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার দিন আজ বুধবার থেকে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় কঠোর হয়েছে বিধিনিষেধ। জারি হয়েছে লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুধবার এমন তথ্য জানিয়েছেন। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর।
গত ১৩ এপ্রিল সিনহালা এবং ১৪ এপ্রিল তামিল নতুন বছরের উদযাপন ও কেনাকাটার জন্য জনসমাগম বৃদ্ধির কারণে ফের করোনার সংক্রমণে এই ঊর্ধ্বগতি শুরু হয়েছে বলে দাবি করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পভিত্রা ওয়ান্নিআরাছছি।
বিজ্ঞাপন
বুধবার থেকে শ্রীলঙ্কাজুড়ে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পারিবারিক অনুষ্ঠান ও জনসমাগমের ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অফিসে গিয়ে কাজ করা কর্মীদের সংখ্যা কমানোর নির্দেশ জারি হয়েছে।
রাজধানী কলম্বোর সঙ্গে বন্দরনগরী হাম্বানটোটার প্রধান প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দ্বীপরাষ্ট্রটির একশটির বেশি এলাকায় জারি করা হয়েছে লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা। করোনার সংক্রমণ ঠেকাতে এই সংখ্যা বাড়ানো হতে পারে।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার সরকারপ্রধান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে চলতি সপ্তাহে জানিয়েছেন, মহামারি করোনার চলমান এই প্রকোপ ঠেকাতে একমাত্র উপায় হলো গণহারে মানুষকে টিকা দেওয়া। কিন্তু দেশটির টিকার সংকটে পড়েছে।
বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় চলছে টিকাদান কর্মসূচি। সরকারের ঘোষণা অনুযায়ী শ্রীলঙ্কার টিকাদান কর্মসূচিতে দ্রুত রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক-৫ যুক্ত হওয়ার কথা। তবে এ নিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানানো হয়নি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে; যা দেশটিতে এ পর্যন্ত একদিনে রেকর্ড সর্বাধিক সংক্রমণ। এ নিয়ে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৪৭৫ জনে।
এএস