লোকসভা নির্বাচন : মোদির ভূমিধস জয়ের আশা ম্লান, চমক কংগ্রেসের
ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট (নরেন্দ্র মোদি) নাকি বিরোধী ইন্ডিয়া জোট (রাহুল গান্ধী); লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে, এগিয়ে চলছে সেই প্রক্রিয়া।
এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশটির লোকসভার ৫৪৩টি আসনের নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো দল বা জোটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২৭২টি আসনে জিততে হবে। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বলে পরিচিত এই প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি মানুষ ভোটার ছিলেন, যার মধ্যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।
ভারতের ১৮তম এই লোকসভা নির্বাচনের প্রতিমুহূর্তের আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।
দিল্লিতে তৎপর দু’পক্ষই, সরকার গঠনে জোড়া বৈঠক আজ
ভারতে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গতকাল। আর এখন দেশটিতে চলছে মেরুকরণের খেলা। কে সরকার গড়বে, আর কে সরকার ভাঙবে তা বুধবারই (৫ জুন) ঠিক হয়ে যেতে পারে।
যদিও সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে বিরোধী ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই। এমন অবস্থায় দেশটির রাজধানী নয়াদিল্লিতে আজ অনুষ্ঠিত হবে দুই জোটের গুরুত্বপূর্ণ বৈঠক।
বৈঠকে অংশ নিতে দেশটির নেতারা হাজির হচ্ছেন দিল্লিতে। অবশ্য এনডিএ জোটের নেতারা আজকের বৈঠকে মোদিকে সমর্থনের কথাও জানাতে পারেন বলে জানা যাচ্ছে।
মোদির ৪৫ ঘণ্টা ধ্যানেও হলো না রক্ষা, তামিলনাড়ুতে বিজেপির ফল শূন্য
ভারতে এবারের লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায় ভোটগ্রহণের মাধ্যমে। সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করেই সোজা তামিলনাড়ুর উদ্দেশে রওনা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেখানে কন্যাকুমারীর বিবেকানন্দ শিলা ‘ধ্যানমণ্ডপম’-এ যোগমগ্ন হন তিনি। মোদি ধ্যান করেন টানা ৪৫ ঘণ্টা ধরে। তবে তার সেই ধ্যানও তামিলনাড়ুতে রক্ষা করতে পারল না বিজেপিকে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যেটিতে বিজেপির ফলাফল রইল শূন্যই। এনডিএ জোট মাত্র একটি আসন পেয়েছে। অর্থাৎ ভোটের ফলাফল থেকে স্পষ্ট, ভোটপ্রচারের সময় তামিল আবেগ উস্কে দিয়েও লাভ হয়নি মোদি-অমিত শাহদের।
মোদিকে ছেড়ে নাইডু-নীতিশকে ইন্ডিয়া জোটে আসার পরামর্শ যশবন্তের
ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। তাই সরকার গঠনে জোট গড়ার কথা ভাবতে হচ্ছে দলগুলোকে।
এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদির জোটের বিহারভিত্তিক জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু।
জোটে টানতে তাদের নিয়ে একরকম টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে ইন্ডিয়া জোট অন্যদিকে এনডিএ। দুই পক্ষই তাদের জোটে ভেড়াতে চাইছে।
প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, কীভাবে ঘুরে দাঁড়াল কংগ্রেস?
দিনভর ভোট গণনা শেষে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। কিন্তু সবার নজরে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের ফলাফল। বিশেষ করে নজর কেড়েছে কংগ্রেসের ফলাফল।
ভারতের এক সময়ের সবচেয়ে বড় এই দলটি প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, তারাই আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৯৯ আসনে জয়ী কংগ্রেস। শেষবার কংগ্রেস আসনের নিরিখে তিন সংখ্যা পার করেছিল ২০০৯ সালে।
সেই বছর ২০৬ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছিলেন মনমোহন সিং।
‘খেলা’ দেখাবেন নীতিশ, তাকিয়ে পুরো ভারত
বিহারের লোকসভা নির্বাচনের ফলাফল আবারও ত্রিমুখী রাজনীতিতে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গুরুত্ব তুলে ধরেছে। পাঁচ বছরে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সত্ত্বেও তিনি বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন, বিহারে এবার খেলা দেখাবেন নীতিশ কুমার। বলতে গেলে পুরো ভারতই তার দিকে তাকিয়ে।
মোদির ‘ঘর ভেঙে’ সরকার গঠনের পরিকল্পনা কংগ্রেসের
আগের দুই নির্বাচনে এ ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার তা পারেনি বিজেপি। এ কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরীক দলগুলোর ওপর নির্ভর করতে হবে। আর এই বিষয়টিরই সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। তারা মোদির ‘ঘর ভেঙে’ অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে।
প্রায় ৫০০ আসনের ফল ঘোষণা, ২০০ ছাড়াল বিজেপির জয়
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা অন্তিম পর্যায়ে চলে এসেছে। মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। বাংলাদেশ সময় অনুযায়ী, রাত সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ৪৯১টি আসনের ফলাফল ঘোষণা করে। এতে দেখা গেছে, বিজেপি একা পেয়েছে ২২৪টি আসন।
৪০৩ আসনের ফল ঘোষণা, একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না মোদির দল
সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ১৯০টি আসন। অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৭৩টি আসন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সবমিলিয়ে ২৪০টি আসনে জয় পেতে যাচ্ছে। যার অর্থ বিজেপি এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
নীতিশ-নাইডুর সঙ্গে যোগাযোগ করছে কংগ্রেস
সবাইকে অবাক করে দিয়ে বিহারে ১৫টি আসনে জয় পেতে যাচ্ছে নীতিশের দল। সরকার গঠনের জন্য এখন নীতিশকে প্রয়োজন হবে মোদির। আর এ বিষয়টি মাথায় রেখে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে মোদির সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস।
মোদিকে ক্ষমতার বাইরে রাখার অঙ্গীকার মমতার
লোকসভার নির্বাচনে জনগণের দেওয়া ম্যান্ডেট মেনে নিয়ে শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভারতের লোকসভার অর্ধেকেরও বেশি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে কোনও দলই এখন পর্যন্ত সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
নির্বাচন কমিশনের ফল ঘোষণা চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মমতা। এ সময় তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এখনই পদত্যাগ করা উচিত। কারণ তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন... তিনি অনেক দল ভেঙে দিয়েছেন। মানুষ তার মনোবল ভেঙে দিয়েছে... ভারত জিতেছে এবং মোদি হেরেছে... আমি মোদিকে ক্ষমতার বাইরে রাখার এবং ইনডিয়া জোটের ক্ষমতা নিশ্চিত করার চেষ্টা করব।’’
শতাধিক আসনের ফল ঘোষণা, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি
ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ধীরে ধীরে প্রকাশ করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা একশরও বেশি আসনের ফলাফল ঘোষণা করেছে। এতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি এগিয়ে আছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ১০৬টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৬৪টি আসন। অপরদিকে তাদের প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে।
ভারতে ৩১ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, এগিয়ে কে?
লোকসভা নির্বাচন ২০২৪-এর চূড়ান্ত ফল ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে ৩১টি আসনের ফলাফল ঘোষণা করেছে কমিশন। এতে দেখা যাচ্ছে, চূড়ান্ত ঘোষিত ৩০টি আসনের মধ্যে ২১টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৪টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আর অন্যান্য দলগুলো পেয়েছে ৬টি আসন।
ভারতে নির্বাচন: এখন পর্যন্ত কোন দল কত আসনে এগিয়ে?
ভারতে লোকসভার ৫৪৩ আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনায় এখন পর্যন্ত সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটও ফলাফলে গতবারের নির্বাচনের তুলনায় বেশ চমক দেখিয়েছে। বিস্তারিত পড়ুন এই লিঙ্কে
রাহুল গান্ধীর কাছে পরাজয় মেনে নিলেন বিজেপি প্রার্থী
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে পরাজয় মেনে নিয়েছেন উত্তর প্রদেশের রায়বেরলিতে ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নির্বাচন করা দিনেশ প্রতাপ সিং। মঙ্গলবার (৪ জুন) ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোটের ব্যবধান অনেক বেশি হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই তিনি পরাজয় মেনে নেন। এবার রায়বেরলি থেকে নির্বাচন করেছেন কংগ্রেসের প্রভাবশালী নেতা রাহুল গান্ধী।
মোদির ভূমিধস জয়ের আশা ম্লান, দিল্লিতে বিজেপির কার্যালয়ে নীরবতা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের তুলনামূলক নীরব-নিস্তেজ দেখা যাচ্ছে। প্রাথমিক গণনায় নরেন্দ্র মোদির বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে থাকলেও দলটি জয়ের ব্যাপারে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাস্তব পরিস্থিতি তেমন আশাব্যাঞ্জক নয়। বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর আলম দিল্লিতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি আশাবাদী বিজেপিই পরবর্তী সরকার গঠন করবে এবং চূড়ান্ত ফলাফল তাদের প্রত্যাশা অনুযায়ীই হবে।
পশ্চিমবঙ্গে প্রাথমিক বিজয়ের ঝাণ্ডা তৃণমূলের, বেকায়দায় বিজেপি
গত দেড় যুগেরও বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যকে করায়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি; আর এক্ষেত্রে রণকৌশল হিসেবে রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনগুলো দখলে বিশেষ মনযোগী দলটির হাইকমান্ড। তবে বিজেপির গত দেড় যুগের এই নিবিড় প্রচেষ্টায় কাজের কাজ তেমন হচ্ছে না। গত ১০ বছরে রাজ্যে যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটিতেই ভূমিধস জয়ের ঘোষণা দিয়েছে বিজেপি।
কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেছে, একের পর এক প্রার্থীর হেরে যাওয়ার কারণে লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি দলটি। এবারের নির্বাচনেও সম্ভবত তেমনই ঘটতে যাচ্ছে, অর্থাৎ অতীতের পুনরাবৃত্তি। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে জানা গেছে, রাজ্যের ৪২টি সংসদীয় আসনের ৩১টিতেই জিততে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ১০টিতে বিজেপি এবং একটিতে কংগ্রেস।
বিজেপির জন্য হতাশা, কংগ্রেসের আকস্মিক চমক
ভারতের সংসদ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এরমাধ্যমে নির্ধারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও প্রধানমন্ত্রী হবেন কিনা। মঙ্গলবার (৪ জুন) ঘোষিত এ ফলাফলে এখন পর্যন্ত দেখা গেছে, মোদির জোট এনডিএ সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেটি পেতে যাচ্ছে। তবে তাদের প্রধান বিরোধী জোট রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ শক্তিশালী লড়াই করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, এই নির্বাচনের ফলাফল একক দল হিসেবে মোদির বিজেপির জন্য হতাশাজনক। অপরদিকে কংগ্রেসের জন্য বড় চমক।
একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন মোদি?
ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। এই নির্বাচনের প্রচারণার একেবারে শুরু থেকেই ৪০০ আসন পার করার ডাক দিয়েছিল বিজেপি। যদিও ভোট গণনা শুরুর পর সময় যতই গড়িয়েছে, বিজেপির লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি ততই ফিকে হয়ে এসেছে। ভারতের ক্ষমতাসীন এই দলটি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। মূলত প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস জয়ের আভাস মেলেনি। যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কম-বেশি ২৯০টি আসনে এগিয়ে রয়েছে।
বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের চেয়ে প্রায় ৫৩ হাজার ভোটে এগিয়ে আছেন।
এক্সিট পোলকে ভুল প্রমাণ করে দৃঢ় অবস্থানে কংগ্রেস-জোট
বাংলাদেশ সময় বেলা ১২টায় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯০টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৮টি আসনে। অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রকাশিত সর্বশেষ গণনার ফল বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৬ আসনে এগিয়ে আছে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৮ আসনে। বাকি ১৯ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থীসহ অন্যরা।
এগিয়ে গেলেন দেব
পশ্চিম মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই কেন্দ্রেই। একদিকে ঘাটালে দেব বনাম হিরণ। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টানটান প্রতিযোগিতা চলছে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের। দুপুর ১২টা নাগাদ ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ১ লাখ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে আছেন দেব। মেদিনীপুরে অগ্নিমিত্রা ১৫৭৩ ভোটের ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন জুনকে।
সাড়ে ৩ ঘণ্টা পরও এগিয়ে এনডিএ জোট
ভারতের লোকসভার ভোট গণনার সাড়ে ৩ ঘণ্টা পার হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ১২টা ১ মিনিট) তথ্যানুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৮৯টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩০টি আসনে। অন্য দল এগিয়ে ২৪ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।
হুগলির ভোট গণনাকেন্দ্রে রচনা
হুগলির ভোট গণনাকেন্দ্র এইচআইটি কলেজে এসেছেন রচনা ব্যানার্জি। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ রচনা আসেন গণনাকেন্দ্রে। এ সময় রচনা বলেন, ‘রাতে ভাল ঘুম হয়েছে। টেনশন নেই, তবে এতদিনের পরিশ্রম, চিন্তা তো থাকবেই। তৃণমূল জিতবে বিশ্বাস করি। আমি সবাইকে শুভেচ্ছা জানাব।’
ম্যাজিক ফিগারে মোদির এনডিএ, জোর টক্কর বিরোধীদের
৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২। প্রাথমিক ফল অনুযায়ী, ভোট গণনা শুরুর প্রায় দুই ঘণ্টার মধ্যেই সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ। তবে জোর টক্কর দিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটও। সময়ের সঙ্গে সঙ্গে তারাও এনডিএ’র সঙ্গে ব্যবধান কমিয়ে চলেছে।
ভারতে শেয়ার বাজারে ব্যাপক পতন
ভোট গণনার মধ্যে ভারতের শেয়ার বাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদে জানানো হয়েছে, এনএসই নিফটি ৫০ সূচক ৩ শতাংশের বেশি পতন (২২,৫৫৭ সূচকের মধ্যে) হয়েছে (সকাল ১০টার তথ্য)। এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স সূচকও পতন হয়েছে ৩ শতাংশ (৭৪,১০৭ সূচকের মধ্যে)। যদিও দুই দিন আগে বুথ ফেরত জরিপের ফল আসার পর শেয়ার বাজারে ব্যাপক উত্থান দেখা যায়।
ভোট গণনার শুরুতেই রাহুলের ঝড়
ভোট গণনার শুরুতেই ঝড় তুলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। এবারের নির্বাচনে তিনি দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণনার শুরুতেই দেখা যাচ্ছে, কেরালার ওয়েনাড়ে এগিয়ে রয়েছেন তিনি। পাশাপাশি উত্তর প্রদেশের রায়বরেলি আসন থেকেও এগিয়ে রয়েছেন রাহুল।
ভোট গণনার প্রথম ঘণ্টায় এগিয়ে বিজেপি-জোট
ভোট গণনা শুরুর প্রথম ঘণ্টায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ। ভোট গণনা শুরু হয়েছে সকাল আটটায়। প্রথম ঘণ্টার প্রবণতা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৭৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৮৪টি আসনে।
পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট ও বিজেপি জোটের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল ৮টা ৫২ মিনিট পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক ফলে ইন্ডিয়া জোট ১৭ আসনে এবং বিজেপি জোট ১৬ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে মোট আসন ৪২টি।
হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি। সকাল সাড়ে আটটা পর্যন্ত গণনা অনুযায়ী এগিয়ে রয়েছেন রচনা।
ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু
ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার শুরু হয়েছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।
গুজরাটের সুরাট লোকসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। ভোট গণনার আগেই এই আসনের ফল প্রকাশ হয়।
জেডএস