ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনী রামাল্লায় চার ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেনিনে আরও তিনজনকে হত্যা করেছিল।

বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনের কাছে কাফর দান গ্রামে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত আট মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের মধ্যেই ইসরায়েল এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি ইউনিট মঙ্গলবার জেনিনের ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত ছয়জনের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন আহমাদ স্মৌদি। তিনি ১২ বছর বয়সী এক শিশুর ভাই যে ২০২২ সালে জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিল।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন মঙ্গলবার জানায়, তারা কাফর দানে ইসরায়েলি সৈন্যদের সাথে ‘ভীষণ’ লড়াইয়ে যুক্ত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ওই গ্রামে ‘সন্ত্রাস-বিরোধী’ অভিযান চালিয়েছে এবং চারজন সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা হামলার সময় আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করেছে এবং তাদের পক্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি বাহিনী এর আগে গত সোমবার রামাল্লার পশ্চিমে চার ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেনিনে আরও তিনজনকে হত্যা করেছিল। মূলত ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে পশ্চিম তীরে প্রাণঘাতী অভিযান চালাচ্ছে – তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের এই অভিযানের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে ১৩৩ শিশুসহ ৫৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেই একই সময়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটকও করেছে ইসরায়েল।

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হিংসাত্মক আক্রমণেরও সম্মুখীন হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষকদের আক্রমণ করেছে এবং ফিলিস্তিনি শহরগুলোতে হামলা চালিয়ে আসছে। আসর এসব হামলা প্রায়শই ইসরায়েলি সামরিক বাহিনীর সুরক্ষায় চালাচ্ছে তারা।

ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিলের রাউহি ফাতুহ বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ‘গাজায় ফিলিস্তিনি জনগণকে লক্ষ্য করে গণহত্যা, জাতিগত নির্মূল এবং গণহত্যার ধারাবাহিকতা’ হিসেবেই চালানো হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই বর্ণবাদী (ইসরায়েল) সরকার পশ্চিম তীর এবং এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ করার জন্য এবং সংঘাতকে একটি ধর্মীয়, আদর্শিক লড়াইয়ে পরিণত করার জন্য সমস্ত উপায় ব্যবহার করছে যা এই অঞ্চলটিকে সহিংসতা, হত্যা এবং গণহত্যার চুল্লিতে নিয়ে যাবে।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার এবং (ইসরায়েলের) ‘এই পাগলামি বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

টিএম