ভারতের জম্মু ও কাশ্মিরে তৈরি করা বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতুতে প্রথমবারের মতো চলেছে ট্রেন। বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (২০ জুন) সেতুটির ওপর দিয়ে ট্রেনের ট্রায়াল রান চালানো হয়।

সেতুটি তৈরি করা হয়েছে চেনাব নদীর দুই পাশে অবস্থিত রামবন এবং রায়েসি বিভাগের মধ্যবর্তী স্থানে। নদীর সঙ্গে মিল রেখে সেতুটির নামও রাখা হয়েছে চেনাব। রেল কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই এখান দিয়ে সম্পূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হবে।

এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিশালাকৃতির সেতুটির ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। ওই সময় জম্মু ও কাশ্মিরের অপরূপ পাহাড়গুলোও দেখা যাচ্ছিল।

সেতুটি তৈরি করা হয়েছে মাটি থেকে ১ হাজার ১৭৭ ফুট উঁচুতে। যা প্রায় ১১০ তলা ভবনের সমান। সেতুটি ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে ১১৪ ফুট লম্বা।

আর সেতুটির দৈর্ঘ্য ৪ হাজার ৩১৪ ফুট। কাশ্মির উপত্যকার সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চলকে রেল দিয়ে সংযুক্ত করতে এই সেতুটি তৈরি করা হয়েছে।

সূত্র: এএনআই

এমটিআই