বেতন নিয়ে বিতর্কের জেরে ভারতের হরিয়ানা প্রদেশে ৬২ বছর বয়সী এক নিয়োগকর্তাকে কুপিয়ে হত্যা করেছেন তারই এক কর্মী। বিহারের সোহনা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রোববার বিহার পুলিশ জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, সোহনায় বেতন নিয়ে বিরোধ থেকে নিজের নিয়োগকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। নিহত নিয়োগকর্তার নাম রাজিব ওঝা। তিনি রাজস্থানের বাসিন্দা। হরিয়ানার ঢুনেলায় সেরেনাস স্যোসাইটিতে তিনি একটি প্রতিষ্ঠান চালাতেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত অর্জুন কুমার (২২) তার নিয়োগকর্তা রাজিব ওঝার কাছ থেকে বেতন নিতে যান। এ সময় তাদের দুজনের মাঝে ব্যাপক তর্ক-বিতর্ক হয়। পুলিশ বলেছে, বাগবিতণ্ডার একপর্যায়ে ওঝাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান অর্জুন কুমার।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, গত তিন মাস ধরে ওঝার প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। তারা বলেছেন, শনিবার ওঝার মরদেহ তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার মেয়ে মরদেহ শনাক্ত করেন।

রোববার উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার বারাউলি খয়েরগড় গ্রামের বাসিন্দা অর্জুন কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাকাণ্ডের অভিযোগ স্বীকার করেছেন বলে বলে জানিয়েছেন পুলিশের উপ-কমিশনার সিদ্ধান্ত জৈন।

তিনি বলেন, আমরা অভিযুক্তকে নগর আদালতে হাজির করে তিন দিনের পুলিশি রিমান্ডে নিয়েছি। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বিহার পুলিশের এই কর্মকর্তা।

এসএস